ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ঢাবির হলে ‘ছাত্রলীগের কালো অধ্যায়’ দেয়ালিকা প্রকাশ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ১৮ ২২:৩৯:৩০
ঢাবির হলে ‘ছাত্রলীগের কালো অধ্যায়’ দেয়ালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে “ছাত্রলীগের কালো অধ্যায়” শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে হলে আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটির উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপন।

দেয়ালিকায় উঠে এসেছে দীর্ঘদিন ধরে চলা গেস্টরুম, গণরুম ও নির্যাতনের ইতিহাস। এতে স্থান পেয়েছে ছাত্রলীগের দখলে থাকা সময়ের নানা নির্মম নির্যাতনের কাহিনী, ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান, গণরুমে তোলা নিপীড়নের ছবি এবং ১৭ জুলাই এএফ রহমান হল ছাত্রলীগ মুক্ত ঘোষণার ঐতিহাসিক ঘটনার প্রজ্ঞাপন।

উদ্বোধনের সময় প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপন বলেন, “ছাত্ররাজনীতির নামে নির্যাতনের যে সংস্কৃতি এই হলে চলছিল, তার অবসান একটি যুগান্তকারী ঘটনা। আজ যারা এই দেয়ালিকার মাধ্যমে অতীত ইতিহাস সংরক্ষণ করেছে, তারা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার দারুণ কাজ করেছে।”

দেয়ালিকার পেছনে কাজ করা অন্যতম সংগঠক জহিরুল হক তমাল বলেন, “আমরা চেয়েছি যাতে নতুন যারা হলে আসবে তারা বুঝতে পারে- এই সুস্থ, নির্যাতনমুক্ত পরিবেশের জন্য একটা সময় আমরা কিভাবে সংগ্রাম করেছি। এটি শুধু দেয়ালিকা নয়, এটি আমাদের প্রতিরোধের স্মারক।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে হল প্রশাসন, সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের আমরা কৃতজ্ঞতা জানাই।”

এছাড়াও যারা এই দেয়ালিকা বাস্তবায়নে কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন- প্রীতম সোহাগ, রফিকুল ইসলাম, রায়হান মিয়া, হাবিব উল্লাহ, সাকিব আল হাসান, আব্দুল্লাহ আল জোবায়ের, মাহবুব খান, নূর আল মামুন, সগির আহমেদ, বায়েজিদ বোস্তামি সিজানসহ অনেকে।

এই দেয়ালিকার মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন ছাত্রলীগীয় নিপিড়ীনের সেই অন্ধকার সময়কে স্মরণ করছে, অন্যদিকে তেমনি ভবিষ্যতের জন্য একটি আলোকবর্তিকা হিসেবেও কাজ করবে বলেই মনে করছেন অংশগ্রহণকারীরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত