ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
ঢাবির হলে ‘ছাত্রলীগের কালো অধ্যায়’ দেয়ালিকা প্রকাশ
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে “ছাত্রলীগের কালো অধ্যায়” শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে হলে আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটির উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপন।
দেয়ালিকায় উঠে এসেছে দীর্ঘদিন ধরে চলা গেস্টরুম, গণরুম ও নির্যাতনের ইতিহাস। এতে স্থান পেয়েছে ছাত্রলীগের দখলে থাকা সময়ের নানা নির্মম নির্যাতনের কাহিনী, ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান, গণরুমে তোলা নিপীড়নের ছবি এবং ১৭ জুলাই এএফ রহমান হল ছাত্রলীগ মুক্ত ঘোষণার ঐতিহাসিক ঘটনার প্রজ্ঞাপন।
উদ্বোধনের সময় প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপন বলেন, “ছাত্ররাজনীতির নামে নির্যাতনের যে সংস্কৃতি এই হলে চলছিল, তার অবসান একটি যুগান্তকারী ঘটনা। আজ যারা এই দেয়ালিকার মাধ্যমে অতীত ইতিহাস সংরক্ষণ করেছে, তারা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার দারুণ কাজ করেছে।”
দেয়ালিকার পেছনে কাজ করা অন্যতম সংগঠক জহিরুল হক তমাল বলেন, “আমরা চেয়েছি যাতে নতুন যারা হলে আসবে তারা বুঝতে পারে- এই সুস্থ, নির্যাতনমুক্ত পরিবেশের জন্য একটা সময় আমরা কিভাবে সংগ্রাম করেছি। এটি শুধু দেয়ালিকা নয়, এটি আমাদের প্রতিরোধের স্মারক।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে হল প্রশাসন, সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের আমরা কৃতজ্ঞতা জানাই।”
এছাড়াও যারা এই দেয়ালিকা বাস্তবায়নে কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন- প্রীতম সোহাগ, রফিকুল ইসলাম, রায়হান মিয়া, হাবিব উল্লাহ, সাকিব আল হাসান, আব্দুল্লাহ আল জোবায়ের, মাহবুব খান, নূর আল মামুন, সগির আহমেদ, বায়েজিদ বোস্তামি সিজানসহ অনেকে।
এই দেয়ালিকার মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন ছাত্রলীগীয় নিপিড়ীনের সেই অন্ধকার সময়কে স্মরণ করছে, অন্যদিকে তেমনি ভবিষ্যতের জন্য একটি আলোকবর্তিকা হিসেবেও কাজ করবে বলেই মনে করছেন অংশগ্রহণকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে