ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
ঊর্ধ্বমুখী রেমিট্যান্স প্রবাহ, জুলাইয়ের শুরুতেই বড় অঙ্ক

চলতি জুলাই মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ৬৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ হাজার ১৬৭ কোটি ৭০ লাখ টাকা (এক ডলার ১২২ টাকা ধরে)। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে আসছে সাড়ে ৯ কোটি ডলারের বেশি, যা টাকায় ১ হাজার কোটিরও বেশি।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৫৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরে এই সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৬ হাজার ৪১২ কোটি টাকা।
এর আগে, গত জুন মাসে দেশে এসেছে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। মে মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার এবং এপ্রিল মাসে ২৭৫ কোটি ২০ লাখ ডলার।
বিশ্লেষকরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের সক্রিয় নজরদারি, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার সুফল, এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসী শ্রমবাজারে স্থিতিশীলতার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে। তারা মনে করছেন এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি
- বাংলাদেশের শেয়ারবাজার: এশিয়ার দ্বিতীয় নিকৃষ্ট পারফর্মার