ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ঊর্ধ্বমুখী রেমিট্যান্স প্রবাহ, জুলাইয়ের শুরুতেই বড় অঙ্ক

চলতি জুলাই মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ৬৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ হাজার ১৬৭ কোটি ৭০ লাখ টাকা (এক ডলার ১২২ টাকা ধরে)। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে আসছে সাড়ে ৯ কোটি ডলারের বেশি, যা টাকায় ১ হাজার কোটিরও বেশি।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৫৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরে এই সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৬ হাজার ৪১২ কোটি টাকা।
এর আগে, গত জুন মাসে দেশে এসেছে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। মে মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার এবং এপ্রিল মাসে ২৭৫ কোটি ২০ লাখ ডলার।
বিশ্লেষকরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের সক্রিয় নজরদারি, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার সুফল, এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসী শ্রমবাজারে স্থিতিশীলতার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে। তারা মনে করছেন এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত
- ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার