ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা নতুন ফাঁদ: শামসুজ্জামান দুদু
.jpg)
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, যারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চাওয়া একটি নতুন চক্রান্ত। তার মতে, এই পরিকল্পনার আসল উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করা।
মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তিনি বলেন, যারা এই পদ্ধতি নিয়ে মাঠে নেমেছেন, তারা মূলত অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চাচ্ছেন। তবে জনগণ ইতোমধ্যে এসব ষড়যন্ত্র বুঝে ফেলেছে।
দুদু আরও বলেন, জুলাই-আগস্ট মাস গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করার সময়। তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে দেশে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি।
তিনি বলেন, আমাদের আন্দোলন গত বছর শুরু হয়নি, এটি ১৫-১৬ বছরের দীর্ঘ সংগ্রাম স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকারের লড়াই।
পাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, তাদের উদ্দেশে বলেন, এটা নতুন এক ফাঁদ। এভাবে জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। তবে সেই চক্রান্ত কখনো সফল হবে না।
তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি কেউ সত্যিই পিআর পদ্ধতি চায়, তাহলে খোলাখুলি জাতির সামনে রাজনৈতিক প্রস্তাব দিক, নির্বাচনে অংশ নিয়ে জিতুক, তারপর নতুন পদ্ধতির কথা বলুক। বিএনপির কাঁধে ভর করে কিংবা রাষ্ট্রের গায়ে চেপে কিছু আদায় করা যাবে না। জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী ও কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর