ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি
.jpg)
তালেবান সরকারের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করেছে রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ। এ ঘটনাকে ‘সাহসী ও ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন মুত্তাকি।
তিনি বলেন, “এই স্বীকৃতি পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনার প্রতীক। রাশিয়ার এই সিদ্ধান্ত অন্যান্য দেশের জন্যও দৃষ্টান্ত হতে পারে।”
২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান সরকার। এবার রাশিয়ার স্বীকৃতি তালেবানের সেই কূটনৈতিক প্রয়াসে বড় ধরনের সাফল্য বলেই মনে করা হচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামিক এমিরেট অব আফগানিস্তান সরকারকে স্বীকৃতি দেওয়া দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে জ্বালানি, কৃষি, অবকাঠামো ও পরিবহন খাতে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির আশা করছে মস্কো। একই সঙ্গে সন্ত্রাস ও মাদক চোরাচালান মোকাবেলায় কাবুলকে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
তালেবান শাসন প্রতিষ্ঠার পর যেসব দেশ কাবুলে দূতাবাস চালু রেখেছে, রাশিয়া তাদের অন্যতম। এমনকি ২০২২ সালে দেশটি তালেবানের সঙ্গে তেল, গ্যাস ও গম সরবরাহ নিয়ে একটি অর্থনৈতিক চুক্তিতেও সই করে। চলতি বছরের এপ্রিল মাসে রাশিয়ার ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকা থেকেও তালেবানকে সরিয়ে নেয় মস্কো। গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে সন্ত্রাস মোকাবিলায় ‘মিত্র’ বলেও উল্লেখ করেন।
তবে দুই দেশের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আগ্রাসন এবং পরবর্তী নয় বছরের রক্তক্ষয়ী যুদ্ধ এ সম্পর্কের পেছনে দীর্ঘ ইতিহাস রেখে গেছে। সেই যুদ্ধে সোভিয়েত বাহিনীর প্রায় ১৫ হাজার সেনা প্রাণ হারায় এবং শেষ পর্যন্ত ১৯৮৯ সালে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়।
এদিকে এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি পশ্চিমা বিশ্বের কোনো দেশ। মানবাধিকার লঙ্ঘন, নারীদের অধিকার খর্ব এবং কঠোর শরিয়া আইন বাস্তবায়নের অভিযোগে তারা তালেবানের সমালোচনা অব্যাহত রেখেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ২০২১ সালে আফগানিস্তানের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করে যার ফলে প্রায় ৯ বিলিয়ন ডলারের সম্পদ এখনো জব্দ রয়েছে।
চীন, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তান কাবুলে রাষ্ট্রদূত পাঠালেও এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তালেবান সরকারকে। ভারত তো এখনো কোনো কূটনৈতিক সম্পর্ক স্বীকারই করে না।
এ প্রেক্ষাপটে রাশিয়ার স্বীকৃতি তালেবান সরকারের জন্য এক বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- রেকর্ড তলানিতে তিন কোম্পানির শেয়ার: বিনিয়োগকারীদের উদ্বেগ
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!