ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
নতুন বিপদে ইরান, গুপ্তচর ইস্যু
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন করে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে যাচ্ছে। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে বেলজিয়াম। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে এই সশস্ত্র সংস্থাটি।
বেলজিয়ামের সংসদীয় কমিটি ইতোমধ্যে একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে ইইউকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে। ইরানি বংশোদ্ভূত বেলজিয়াম সংসদ সদস্য দারিয়া সাফাই এ তথ্য নিশ্চিত করেছেন।
সাফাই বলেন, আন্তর্জাতিক সন্ত্রাস ও অভ্যন্তরীণ দমন-পীড়নে আইআরজিসির ভূমিকার প্রতিবাদে তার দীর্ঘদিনের প্রচারণার একটি বড় সাফল্য এ প্রস্তাব। তিনি জানান, বেলজিয়াম ইউরোপের প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, প্রস্তাবে ২০১৬ সালে ইরানে গ্রেপ্তার হওয়া সুইডিশ-ইরানি শিক্ষাবিদ আহমদরেজা জালালির নিঃশর্ত মুক্তি এবং দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৭ সালে জালালিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদিও তিনি বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান ইরান সরকারকে।
দারিয়া সাফাই জানান, তিনি দুই বছর আগেই এ প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিবের সমর্থনও পেয়েছিলেন। তিনি বলেন, বেলজিয়াম এখন স্পষ্টভাবে চাইছে ইউরোপীয় নিষেধাজ্ঞার তালিকায় আইআরজিসিকে অন্তর্ভুক্ত করা হোক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)