ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্রের অভিযোগে উত্তাল তুরস্ক

তুরস্কের ইস্তাম্বুলে একটি ব্যঙ্গাত্মক পত্রিকায় হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘লে মান’ নামের জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গপত্রটি, যা পূর্বেও বিতর্কিত নানা প্রকাশনার কারণে সমালোচিত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক এক কার্টুনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি পত্রিকাটির প্রধান সম্পাদক তুনচাই আকগুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একইসঙ্গে পত্রিকার এক চিত্রকর ও গ্রাফিক ডিজাইনারকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পর সোমবার সন্ধ্যায় উত্তেজিত জনতা পত্রিকার সাংবাদিকদের যাতায়াতকারী একটি বারে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষে প্রায় ২৫০ থেকে ৩০০ জন অংশ নেয়।
তবে প্রধান সম্পাদক তুনচাই আকগুন দাবি করেছেন, কার্টুনে হজরত মুহাম্মদ (সা.)-এর কোনো ছবি ব্যবহৃত হয়নি। বরং এটি ফিলিস্তিনের এক শিশুর ‘মুহাম্মদ’ নামকে প্রতীক হিসেবে তুলে ধরেছে। তাঁর ভাষ্য, “বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের নাম মুহাম্মদ—এটি ধর্ম অবমাননার উদ্দেশ্যে করা হয়নি।”
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ‘লে মান’ রাজনৈতিক ব্যঙ্গচিত্রে পরিচিত একটি পত্রিকা। ২০১৫ সালে ফরাসি ব্যঙ্গপত্র শার্লি হেবদো-কে প্রকাশ্যে সমর্থন দেওয়ার পর থেকেই তুরস্কের রক্ষণশীল মহলে এটি বিতর্কিত হয়ে ওঠে।
ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত বরদাশত করা হবে না। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।” তুরস্কের বিচারমন্ত্রী ও ইস্তাম্বুলের গভর্নরও ঘটনার নিন্দা জানিয়েছেন।
এদিকে লে মান কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, কার্টুনটি মূলত ইসরায়েলের হামলায় নিহত মুসলিমদের প্রতি সহমর্মিতা জানাতে তৈরি হয়েছিল, তবে এটি উদ্দেশ্যমূলকভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে তারা।
বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে এবং দেশজুড়ে বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ