ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
গাজায় বাড়ি ভাঙার জন্য ঠিকাদার নিয়োগ দিচ্ছে ইস'রায়েল
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিতে বহু ঠিকাদার নিয়োগ করছে ইসরায়েলি সেনাবাহিনী—এমন তথ্য প্রকাশ করেছে দেশটির বামপন্থী সংবাদমাধ্যম হারেৎজ।
রবিবার (২৯ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল গাজায় সংগঠিতভাবে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ঠিকাদারদের নিয়োগ দিচ্ছে। এই বিষয়ে ইরানের আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম পার্স টুডে আরও জানিয়েছে, এক ইসরায়েলি সেনা স্বীকার করেছেন, গাজায় প্রতিটি বাড়ি ধ্বংসের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের ৫ হাজার শেকেল (প্রায় ১,৫০০ মার্কিন ডলার) করে অর্থ প্রদান করা হয়। যত বেশি বাড়ি ধ্বংস করা সম্ভব, তত বেশি উপার্জন করেন তারা।
সেই সেনা আরও জানান, এই আর্থিক প্রণোদনার কারণে অনেক ঠিকাদার আগ্রাসী ভূমিকা গ্রহণ করছেন। সাহায্য বিতরণ পয়েন্ট বা রাস্তায় অবস্থানরত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েও তারা নিজেদের পথ পরিষ্কার করছেন, যেন নির্বিঘ্নে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া যায়।
এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন অসংখ্য ফিলিস্তিনি নিহত ও আহত হচ্ছেন। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একাধিকবার গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে সতর্ক করেছে। ইসরায়েলের দখলদারত্মক হামলা ও অবরোধ বন্ধের আহ্বান জানানো হলেও সেসব উপেক্ষা করে যাচ্ছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশের অব্যাহত সমর্থন পেয়ে ইসরায়েল দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস