ঢাকা, শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

ব্যক্তিগত ফোনালাপ ফাঁস, বিপাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৮ ১৯:১৮:০২
ব্যক্তিগত ফোনালাপ ফাঁস, বিপাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককজুড়ে বিক্ষোভে ফুঁসে উঠেছে জনতা। শনিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতার মধ্যেই রাজধানী ব্যাংককে শুরু হয় এই বিক্ষোভ।

শনিবার ব্যাংককের বিজয় স্মৃতিস্তম্ভ এলাকায় ছয় হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হন। অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা ও প্রতিবাদী ব্যানার। সমাবেশে বক্তারা সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দেশের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

বিক্ষোভকারীরা দেশপ্রেমমূলক গান গেয়ে ও নানা স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানিয়েছে, 'গত ২৮ মে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের একটি বিরোধপূর্ণ এলাকায় সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হন। এ ঘটনার পর প্রধানমন্ত্রী পেতংতার্নের নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে হুন সেনের সঙ্গে তাঁর ব্যক্তিগত ফোনালাপ ফাঁস হওয়ার পর।'

ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এক সেনা কর্মকর্তাকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে কম্বোডিয়ার নেতা হুন সেনকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই ঘটনায় পেতংতার্ন থাইল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় দুর্বল ও আপোষমূলক অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী পেতংতার্ন বলেন, বিক্ষোভ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। পাশাপাশি বিক্ষোভ যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

প্রধান উপদেষ্টাকে হ-ত্যার হুমকি দেওয়া ব্যক্তি গ্রেপ্তার

প্রধান উপদেষ্টাকে হ-ত্যার হুমকি দেওয়া ব্যক্তি গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে... বিস্তারিত

আইএসপিএবি'র ৭ দফা দাবি

আইএসপিএবি'র ৭ দফা দাবি

দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষাসহ ৭ দফা দাবি জানিয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি (ISPAB)। শনিবার (২৮ জুন) টেলিকম বিটে কর্মরত সাংবাদিকদের... বিস্তারিত