ঢাকা, শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২
ব্যক্তিগত ফোনালাপ ফাঁস, বিপাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
.jpg)
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককজুড়ে বিক্ষোভে ফুঁসে উঠেছে জনতা। শনিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতার মধ্যেই রাজধানী ব্যাংককে শুরু হয় এই বিক্ষোভ।
শনিবার ব্যাংককের বিজয় স্মৃতিস্তম্ভ এলাকায় ছয় হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হন। অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা ও প্রতিবাদী ব্যানার। সমাবেশে বক্তারা সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দেশের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।
বিক্ষোভকারীরা দেশপ্রেমমূলক গান গেয়ে ও নানা স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানিয়েছে, 'গত ২৮ মে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের একটি বিরোধপূর্ণ এলাকায় সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হন। এ ঘটনার পর প্রধানমন্ত্রী পেতংতার্নের নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে হুন সেনের সঙ্গে তাঁর ব্যক্তিগত ফোনালাপ ফাঁস হওয়ার পর।'
ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এক সেনা কর্মকর্তাকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে কম্বোডিয়ার নেতা হুন সেনকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই ঘটনায় পেতংতার্ন থাইল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় দুর্বল ও আপোষমূলক অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী পেতংতার্ন বলেন, বিক্ষোভ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। পাশাপাশি বিক্ষোভ যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরাসরি পারমাণবিক অ'স্ত্র পাবে ইরান!
- পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার
- যেসব শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইরান
- খোঁজ মিলছে না আয়াতুল্লাহ খামেনির!
- ইরানে বড় ধ্বংসলীল : ৬ বিমানবন্দরে একযোগে হামলা
- ভিডিও ফাঁস করার বিষয়ে মুখ খুলেছেন শরীয়তপুরের সেই ডিসি
- হা'মলার পর হন্যে হয়ে ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা যুক্তরাষ্ট্রের
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- মার্কিন ঘাঁটিতে হামলা; উত্তেজনা তুঙ্গে
- জবাব দিতে শুরু করেছে ইরান
- শেয়ার কিনেছেন চার কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা
- পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্বেও ফেসভ্যালুর নিচে ১৬ ব্যাংকের শেয়ার
- মুন্নু সিরামিকের বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে নিলা ইসরাফিলের বিস্ফোরক অভিযোগ