ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ব্যক্তিগত ফোনালাপ ফাঁস, বিপাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককজুড়ে বিক্ষোভে ফুঁসে উঠেছে জনতা। শনিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতার মধ্যেই রাজধানী ব্যাংককে শুরু হয় এই বিক্ষোভ।
শনিবার ব্যাংককের বিজয় স্মৃতিস্তম্ভ এলাকায় ছয় হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হন। অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা ও প্রতিবাদী ব্যানার। সমাবেশে বক্তারা সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দেশের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।
বিক্ষোভকারীরা দেশপ্রেমমূলক গান গেয়ে ও নানা স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানিয়েছে, 'গত ২৮ মে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের একটি বিরোধপূর্ণ এলাকায় সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হন। এ ঘটনার পর প্রধানমন্ত্রী পেতংতার্নের নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে হুন সেনের সঙ্গে তাঁর ব্যক্তিগত ফোনালাপ ফাঁস হওয়ার পর।'
ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এক সেনা কর্মকর্তাকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে কম্বোডিয়ার নেতা হুন সেনকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই ঘটনায় পেতংতার্ন থাইল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় দুর্বল ও আপোষমূলক অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী পেতংতার্ন বলেন, বিক্ষোভ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। পাশাপাশি বিক্ষোভ যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি