ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের পক্ষে আদালতের রায়, ক্ষুব্ধ ভারত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৮ ১৫:৫৮:১৩
পাকিস্তানের পক্ষে আদালতের রায়, ক্ষুব্ধ ভারত

সিন্ধু পানি চুক্তি নিয়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালতের রায়কে নিজেদের বড় আইনগত জয় হিসেবে দেখছে পাকিস্তান। শুক্রবার (২৭ জুন) আদালত জানায়, ভারতের চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে না।

আদালত রায়ে স্পষ্ট করে জানায়, সিন্ধু পানি চুক্তি বাতিল বা স্থগিত হতে পারে না যতক্ষণ না উভয় দেশ সম্মত হয়। একতরফাভাবে চুক্তি থেকে সরে আসার কোনো সুযোগ নেই। একইসঙ্গে বলা হয় একবার বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হলে কোনো পক্ষ তা বাধাগ্রস্ত করতে পারে না।

পাকিস্তান আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি ভারতের কিষাণগঙ্গা ও রাটল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে তাদের আপত্তির যৌক্তিকতা প্রতিষ্ঠা করেছে। পাকিস্তানের মতে ভারতের একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি কাঠামোকে দুর্বল করতে পারে না।

অন্যদিকে ভারত এই রায়কে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হেগের এই আদালতকে ভারত কখনও স্বীকৃতি দেয়নি এবং আদালতের গঠন প্রক্রিয়াকেই সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে মনে করে। ভারতের দাবি, চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের অধীনে তাদের সার্বভৌম অধিকার। ফলে চুক্তি স্থগিত থাকাকালে তারা কোনো বাধ্যবাধকতা মানতে বাধ্য নয়।

তথ্য : দ্য ডন ও হিন্দুস্তান টাইমস

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত