ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
চীন-যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর
দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও চীন। দুই পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, এই চুক্তির মধ্য দিয়ে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের ইতি ঘটতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বলেন, “আমরা চীনের সঙ্গে একটি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষর করেছি। তারা এখন তাদের বাজার খুলছে, যা অতীতে কখনো ঘটেনি।” তিনি আরও জানান, চুক্তিটি এক দিন আগে স্বাক্ষরিত হয়েছে, যদিও বিস্তারিত তখন প্রকাশ করা হয়নি।
এদিকে, চীনের পক্ষ থেকেও শুক্রবার চুক্তি স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বেইজিং জানায়, যুক্তরাষ্ট্র তাদের আরোপিত ‘নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা’ তুলে নেবে এবং চীন রপ্তানি নিয়ন্ত্রণাধীন কিছু পণ্য পর্যালোচনার মাধ্যমে অনুমোদন দেবে।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, গত মে মাসে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় দুই দেশ একটি সমঝোতায় পৌঁছায়। সেই আলোচনার ধারাবাহিকতায় দুই দিন আগে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, চীন যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ কিছু বিরল খনিজ সরবরাহ করবে—যা যুদ্ধবিমান, বায়ু টারবাইনসহ নানা উচ্চ প্রযুক্তির যন্ত্রে ব্যবহৃত হয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনের ওপর আরোপিত পাল্টা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু করেন। পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে চীনও কঠোর পদক্ষেপ নেয়। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে রাজি হয়েছে দুই দেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ