ঢাকা, শুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২
চীন-যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর
.jpg)
দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও চীন। দুই পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, এই চুক্তির মধ্য দিয়ে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের ইতি ঘটতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বলেন, “আমরা চীনের সঙ্গে একটি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষর করেছি। তারা এখন তাদের বাজার খুলছে, যা অতীতে কখনো ঘটেনি।” তিনি আরও জানান, চুক্তিটি এক দিন আগে স্বাক্ষরিত হয়েছে, যদিও বিস্তারিত তখন প্রকাশ করা হয়নি।
এদিকে, চীনের পক্ষ থেকেও শুক্রবার চুক্তি স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বেইজিং জানায়, যুক্তরাষ্ট্র তাদের আরোপিত ‘নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা’ তুলে নেবে এবং চীন রপ্তানি নিয়ন্ত্রণাধীন কিছু পণ্য পর্যালোচনার মাধ্যমে অনুমোদন দেবে।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, গত মে মাসে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় দুই দেশ একটি সমঝোতায় পৌঁছায়। সেই আলোচনার ধারাবাহিকতায় দুই দিন আগে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, চীন যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ কিছু বিরল খনিজ সরবরাহ করবে—যা যুদ্ধবিমান, বায়ু টারবাইনসহ নানা উচ্চ প্রযুক্তির যন্ত্রে ব্যবহৃত হয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনের ওপর আরোপিত পাল্টা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু করেন। পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে চীনও কঠোর পদক্ষেপ নেয়। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে রাজি হয়েছে দুই দেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরাসরি পারমাণবিক অ'স্ত্র পাবে ইরান!
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- সাত কোম্পানির বিনিয়োগকারীদের পুঁজির বড় অংশ উধাও
- যেসব শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইরান
- পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার
- খোঁজ মিলছে না আয়াতুল্লাহ খামেনির!
- ইরানে বড় ধ্বংসলীল : ৬ বিমানবন্দরে একযোগে হামলা
- হা'মলার পর হন্যে হয়ে ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা যুক্তরাষ্ট্রের
- ভিডিও ফাঁস করার বিষয়ে মুখ খুলেছেন শরীয়তপুরের সেই ডিসি
- মার্কিন ঘাঁটিতে হামলা; উত্তেজনা তুঙ্গে
- জবাব দিতে শুরু করেছে ইরান
- শেয়ার কিনেছেন চার কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা
- পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্বেও ফেসভ্যালুর নিচে ১৬ ব্যাংকের শেয়ার
- মুন্নু সিরামিকের বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা