ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ জুন ২৭ ১৯:৩৫:৩২
করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০

গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৯৯টি নমুনা পরীক্ষায় এই রোগী শনাক্ত হওয়ার পর মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরে নতুন করে আক্রান্ত ১০ জনসহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হওয়ায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৫১৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে মোট শনাক্তের হার ১৩.০৪ শতাংশ, আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪.০২ শতাংশ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত