ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

এশিয়ান ফুটসালে ইরানের গ্রুপে বাংলাদেশ

২০২৫ জুন ২৭ ১০:২৬:৫৮

এশিয়ান ফুটসালে ইরানের গ্রুপে বাংলাদেশ

এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে লড়বে বাংলাদেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে অনুষ্ঠিত ড্র অনুযায়ী জি-গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে স্বাগতিক মালয়েশিয়ার পাশাপাশি রয়েছে ১৩ বারের চ্যাম্পিয়ন ইরান এবং সংযুক্ত আরব আমিরাত।

এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে ৩১টি দেশ। সাতটি গ্রুপে চারটি করে দল এবং একটি গ্রুপে তিনটি দল খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ মিলিয়ে মোট ১৫ দল মূল পর্বে খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে। মূল আসর বসবে আগামী বছর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি, ইন্দোনেশিয়ায়।

বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে... বিস্তারিত