ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
এইচএসসি পরীক্ষার্থী ভাইরাল সেই আনিসা পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ

মায়ের স্ট্রোকের সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় পরীক্ষা শুরুর সময় কেন্দ্রে পৌঁছাতে পারেননি এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ। পরীক্ষাকেন্দ্রে পৌঁছেও অংশ নিতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত তিনি পরীক্ষার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, এইচএসসি পরীক্ষার্থী আনিসার সঙ্গে আমার কথা হয়েছে। তার নাম আনিসা আহমেদ। তার অসুস্থ মা এবং কলেজ—ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যারের সঙ্গেও আমার কথা হয়েছে। বাঙলা কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ উসমানি আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছেন।”
পোস্টে তিনি আরও লেখেন, “আনিসার বাবা দুই বছর আগে মারা গেছেন। অসুস্থ মাকে দেখাশোনার দায়িত্ব একাই তার ওপর। কলেজ কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। আজও তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন যদিও সেটি সফল হয়নি। তবে বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি পরে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
আইনি সহায়তার প্রসঙ্গ তুলে ব্যারিস্টার কাজল বলেন, “২০০০ সালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৩২ শিক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত মামলার নজির তাদের জানিয়েছি। প্রয়োজনে আমি আনিসাকে আইনি সহায়তা দেব।”
তিনি প্রত্যাশা করেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আনিসার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করবে এবং তার শিক্ষাজীবন সচল রাখতে ভূমিকা রাখবে যাতে আদালতের দ্বারস্থ না হতে হয়।
উল্লেখ্য, আনিসা রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। বৃহস্পতিবার পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর তিনি সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পৌঁছান। কিন্তু নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এ সময় তার সঙ্গে থাকা খালা গণমাধ্যমকে জানান, আনিসার বাবা নেই এবং সকালে হঠাৎ তার মা স্ট্রোক করেন। মাকে হাসপাতালে নেওয়ার সময় দেরি হওয়ায় সে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার