ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়ম, শিক্ষার্থীদের মাথায় হাত
.jpg)
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বড় পরিবর্তনের পথে হাঁটছে। এতদিন যেসব শিক্ষার্থী ২৮ বা ৩০ নম্বর পেতেন তাদের ‘সহানুভূতি’ দেখিয়ে ৩৩ নম্বর দিয়ে পাস করানো হতো—এ অলিখিত নিয়ম এবার বন্ধ হচ্ছে। অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর দিলেও আর নম্বর মিলবে না। সঠিক ও বাস্তব মূল্যায়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রায় দেড় দশক ধরে সৃজনশীল প্রশ্নপদ্ধতির নামে পরীক্ষার খাতা মূল্যায়নে উদার নীতির ব্যবহার চলছিল। পরীক্ষকদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হতো—খাতায় কিছু থাকলেই নম্বর দিতে হবে। ফলে ভুল উত্তর, এমনকি অর্থহীন লেখার পরেও শিক্ষার্থীরা নম্বর পেতেন। এতে পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছিল বটে কিন্তু শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছিল দেশ-বিদেশে।
একজন প্রধান পরীক্ষক উদাহরণ দিয়ে বলেন, “এক শিক্ষার্থী প্রশ্নে ছিল—‘হাজী মুহম্মদ মুহসীনকে কেন দানবীর বলা হয়?’ উত্তরে সে লিখেছে, ‘তিনি দানব ও বীর ছিলেন তাই তাকে দানবীর বলা হয়।’ অথচ এই উত্তরের জন্যও নম্বর দেওয়া হয়েছিল।”
শিক্ষাবিদদের মতে, দেরিতে হলেও এ বাস্তবসম্মত পদক্ষেপ শিক্ষার মান উন্নয়নের দিকেই এগিয়ে যাবে। এতে ফলাফল কিছুটা কমে গেলেও প্রকৃত জ্ঞান যাচাই সম্ভব হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, “শুধু জিপিএ ৫ পেয়ে ভালো কলেজে ভর্তি হতে না পারলে সে ফলাফলের কোনো বাস্তব মূল্য থাকে না। এখন আমরা গুণগত মানে গুরুত্ব দিচ্ছি, সংখ্যায় নয়।”
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “আমরা নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোরতা বা অতিরিক্ত উদারতা চাই না, চাই নিরপেক্ষ ও বাস্তব মূল্যায়ন। আমাদের লক্ষ্য—ভালো শিক্ষার্থীদের উঠে আসা।”
এই নিয়ম চালু হলে চলতি বছর থেকেই এসএসসি ও এইচএসসিতে পাসের হার এবং জিপিএ ৫-এর সংখ্যা কিছুটা কমে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা