ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
ফেসবুকে ভিডিও থেকে বন্ধ হয়ে গেল আয়

ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করা ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার সাম্প্রতিক সিদ্ধান্তে। এখন থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও আপলোডের সুযোগ থাকছে না। এর পরিবর্তে সব ধরনের ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এতে ফেসবুক ভিডিও প্ল্যাটফর্মের আয় বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মেটা।
মেটার সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে, ব্যবহারকারীরা যেকোনো ভিডিও আপলোড করলেই তা এখন থেকে রিলস হিসেবে প্রকাশিত হবে। ভিডিওটি ছোট হোক বা বড়। এতদিন পর্যন্ত ফেসবুকে ভিডিও ও রিলস আলাদা বিভাগে থাকলেও এখন থেকে এই দুটি ফিচার একীভূত হচ্ছে।
মেটা আরও জানিয়েছে, নতুন এই পরিবর্তনের অংশ হিসেবে একটি একীভূত ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য ভিডিও তৈরি, এডিট ও শেয়ার করা আরও সহজ করে তুলবে।
পূর্বে ফেসবুকে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ড। তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে দিয়েছে মেটা। এখন থেকে ব্যবহারকারীরা ৩০ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিও থেকে শুরু করে ১০ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন। তবে সবই রিলস হিসেবে প্রকাশিত হবে।
আয়ের পথ শুধুই রিলস নির্ভর
এই নতুন আপডেটের ফলে আর আলাদাভাবে ফেসবুক ভিডিও থেকে আয়ের সুযোগ থাকছে না। অর্থাৎ যারা আগে বড় আকারের ভিডিও পোস্ট করে অর্থ উপার্জন করতেন তাদের এখন থেকে কনটেন্ট প্রকাশ করতে হবে রিলস আকারে। আয়ও হবে রিলসের নির্ধারিত নিয়মনীতি অনুসারে।
ফেসবুকে ভিডিও থেকে বন্ধ হয়ে গেল আয়মেটা জানিয়েছে, নতুন ফিচারের আওতায় কিছু নতুন ক্রিয়েটিভ টুল ও ভিডিও এডিটিং অপশন যুক্ত হচ্ছে। এগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট, ফিল্টার, টেক্সট এবং মিউজিক সংযোজন করতে পারবেন কোনো প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই।
ভিডিও ও রিলস একীভূত করার এই সিদ্ধান্ত ফেসবুকে ভিডিও দেখার অভিজ্ঞতা সহজ ও সমন্বিত করলেও কনটেন্ট নির্মাতাদের জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ। আয়ের দিক থেকে অনেককে এখন নতুনভাবে পরিকল্পনা সাজিয়ে পথ চলতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা