ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ফেসবুকে ভিডিও থেকে বন্ধ হয়ে গেল আয়

২০২৫ জুন ২৫ ২০:০২:১০

ফেসবুকে ভিডিও থেকে বন্ধ হয়ে গেল আয়

ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করা ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার সাম্প্রতিক সিদ্ধান্তে। এখন থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও আপলোডের সুযোগ থাকছে না। এর পরিবর্তে সব ধরনের ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এতে ফেসবুক ভিডিও প্ল্যাটফর্মের আয় বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মেটা।

মেটার সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে, ব্যবহারকারীরা যেকোনো ভিডিও আপলোড করলেই তা এখন থেকে রিলস হিসেবে প্রকাশিত হবে। ভিডিওটি ছোট হোক বা বড়। এতদিন পর্যন্ত ফেসবুকে ভিডিও ও রিলস আলাদা বিভাগে থাকলেও এখন থেকে এই দুটি ফিচার একীভূত হচ্ছে।

মেটা আরও জানিয়েছে, নতুন এই পরিবর্তনের অংশ হিসেবে একটি একীভূত ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য ভিডিও তৈরি, এডিট ও শেয়ার করা আরও সহজ করে তুলবে।

পূর্বে ফেসবুকে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ড। তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে দিয়েছে মেটা। এখন থেকে ব্যবহারকারীরা ৩০ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিও থেকে শুরু করে ১০ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন। তবে সবই রিলস হিসেবে প্রকাশিত হবে।

আয়ের পথ শুধুই রিলস নির্ভর

এই নতুন আপডেটের ফলে আর আলাদাভাবে ফেসবুক ভিডিও থেকে আয়ের সুযোগ থাকছে না। অর্থাৎ যারা আগে বড় আকারের ভিডিও পোস্ট করে অর্থ উপার্জন করতেন তাদের এখন থেকে কনটেন্ট প্রকাশ করতে হবে রিলস আকারে। আয়ও হবে রিলসের নির্ধারিত নিয়মনীতি অনুসারে।

ফেসবুকে ভিডিও থেকে বন্ধ হয়ে গেল আয়মেটা জানিয়েছে, নতুন ফিচারের আওতায় কিছু নতুন ক্রিয়েটিভ টুল ও ভিডিও এডিটিং অপশন যুক্ত হচ্ছে। এগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট, ফিল্টার, টেক্সট এবং মিউজিক সংযোজন করতে পারবেন কোনো প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই।

ভিডিও ও রিলস একীভূত করার এই সিদ্ধান্ত ফেসবুকে ভিডিও দেখার অভিজ্ঞতা সহজ ও সমন্বিত করলেও কনটেন্ট নির্মাতাদের জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ। আয়ের দিক থেকে অনেককে এখন নতুনভাবে পরিকল্পনা সাজিয়ে পথ চলতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত