ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

৭০ দেশে রবির রোমিং সেবা, পেমেন্ট করা যাবে বাংলাদেশি টাকায়

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ আগস্ট ১৪ ২১:২৫:৩১
৭০ দেশে রবির রোমিং সেবা, পেমেন্ট করা যাবে বাংলাদেশি টাকায়

বিদেশ ভ্রমণে মোবাইল ফোন ব্যবহারের অভিজ্ঞতা সহজ করতে যুগান্তকারী এক সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকরা বিশ্বের ৭০টিরও বেশি দেশে আন্তর্জাতিক রোমিং সেবা ব্যবহার করতে পারবেন এবং এর খরচ সরাসরি বাংলাদেশি টাকায় নিজেদের মূল অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে পরিশোধ করতে পারবেন। এই সুবিধার ফলে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বা অন্য কোনো আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতির আর প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর রবির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই তাদের প্রয়োজন অনুযায়ী রোমিং প্যাক কিনতে পারবেন। ভ্রমণের আগেই প্যাকটি কিনে রাখার সুযোগ থাকছে, তবে এটি কার্যকর হবে ব্যবহারকারী তার গন্তব্যের নেটওয়ার্কে পৌঁছানোর পর থেকে।

রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্সিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ বলেন, "নতুন এই রোমিং প্যাকগুলোতে রয়েছে বেশি ডেটা, উন্নত ফিচার এবং বাজারের সবচেয়ে আকর্ষণীয় মূল্য। এটি ভ্রমণকারীদের জন্য সবচেয়ে স্মার্ট পছন্দ হবে।" তিনি আরও জানান, সাশ্রয়ী ডেটা বান্ডেল, কম্বো অফার এবং এশিয়া-স্পেশাল প্যাকসহ বিভিন্ন বিকল্প রয়েছে, যা ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের যুগ্ম-পরিচালক শাহজাহান আলী বলেন, "রবির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশে লেনদেন সহজ ও স্বচ্ছ করতে চাই। রবির নতুন এই সুবিধা সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় মুদ্রায় রোমিং কেনার এই সুবিধা বাংলাদেশিদের ভ্রমণ আরও সহজ করবে এবং আন্তর্জাতিক পেমেন্টের ওপর নির্ভরতা কমাবে।"

শিহাব আহমাদ আরও যোগ করেন, "এটি বাংলাদেশের টেলিকম খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশি টাকায় রোমিং কেনার সুবিধা দিয়ে রবি গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তিতে একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো।"

ব্যবহারের নিয়মাবলী

বৈধ পাসপোর্ট, ভিসা ও প্রয়োজন অনুযায়ী ভ্রমণের টিকিট থাকলেই ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপ থেকে এই সেবা কেনা যাবে।

একজন গ্রাহক প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৬,০০০ টাকা এবং বছরে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত রোমিং প্যাক ব্যবহার করতে পারবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত