ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের
সিন্ধু পানি চুক্তি নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো বলেছেন, “ভারত যদি পাকিস্তানকে তার ন্যায্য পানির ভাগ না দেয়, তাহলে যুদ্ধ অনিবার্য।”
সোমবার (২৩ জুন) পার্লামেন্টে বক্তব্যে বিলাওয়াল বলেন, “ভারত যদি পানি দেওয়া অস্বীকার করে, তাহলে আমাদের আবার যুদ্ধ করতে হবে।” তিনি ভারতের পদক্ষেপকে চুক্তিভঙ্গ হিসেবে উল্লেখ করে বলেন, “সিন্ধু চুক্তি কোনোভাবেই স্থগিত নয়। এটি দুই দেশের জন্যই বাধ্যতামূলক, এবং জাতিসংঘের নিয়ম অনুযায়ী পানি বন্ধ করার হুমকি অবৈধ।”
সিন্ধু অববাহিকার ছয়টি নদীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ভারতের সামনে দুটি পথ—ন্যায্যভাবে পানি ভাগাভাগি করা, অথবা পাকিস্তান নিজেই তার ন্যায্য ভাগ আদায় করবে।”
বিলাওয়াল আরও অভিযোগ করেন, ভারত রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) ইস্যুতে পাকিস্তানের সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, “যখন পাকিস্তান FATF-এর ধূসর তালিকা থেকে সাদা তালিকায় ফিরেছে, তখন ভারত কূটনৈতিক চাপ ও মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদের ফের ধূসর তালিকায় ফেরত পাঠানোর চেষ্টা করেছে।”
উল্লেখ্য, এর কয়েকদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ১৯৬০ সালের পানিবণ্টন চুক্তি পুনরুজ্জীবনের কোনো সম্ভাবনা নেই। এই চুক্তি ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর স্থগিত করা হয়।
বিলাওয়াল শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “যদি দুই দেশ আলোচনায় না বসে এবং সন্ত্রাসবিরোধী বিষয়ে সমন্বয় না করে, তাহলে দ্বিপক্ষীয় উত্তেজনা আরও বাড়বে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)