ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
গুগল পে এখন বাংলাদেশে: ডিজিটাল লেনদেনে নতুন যুগ

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। আজ মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঢাকার একটি হোটেলে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই উদ্যোগ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে এবং ক্যাশবিহীন সমাজ গঠনে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এই যুগান্তকারী সেবাটি চালুর ক্ষেত্রে সিটি ব্যাংক গুগলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করেছে। এর সঙ্গে সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড এবং ভিসা।
বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংকই প্রথম সরাসরি গুগল পে’র সঙ্গে যুক্ত হয়েছে, যা দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য একটি নিরাপদ এবং নির্বিঘ্ন লেনদেন অভিজ্ঞতা নিশ্চিত করবে।
গুগল পে চালুর মাধ্যমে দেশের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এখন থেকে অত্যন্ত সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে লেনদেন করতে পারবেন। এই সেবার অন্যতম প্রধান সুবিধা হলো, পেমেন্টের জন্য আর আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড পকেটে বহন করার প্রয়োজন হবে না। এখন থেকে শুধুমাত্র স্মার্টফোন ট্যাপ করেই দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে অর্থ প্রদান করা যাবে। এটি দৈনন্দিন কেনাকাটা, রেস্তোরাঁয় বিল পরিশোধ বা অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে।
সেবাটি ব্যবহারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এই সেবায় কোনো ধরনের ফি নেবে না গুগল। এর ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে গুগল পে ব্যবহার করে ডিজিটাল লেনদেনের সুবিধা উপভোগ করতে পারবেন, যা তাদের আর্থিক সাশ্রয়ে সহায়তা করবে। প্রাথমিকভাবে এই সুবিধা সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু হচ্ছে। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক এবং কার্ড ব্র্যান্ডগুলোও এই সেবার আওতায় আসবে বলে আশা করা যায়।
গুগল পে ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘গুগল পে অ্যাপ’ ডাউনলোড করে নিজেদের কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার কার্ড সফলভাবে কার্ড যুক্ত হয়ে গেলে যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় এনএফসি (Near Field Communication) সক্ষম টার্মিনালে স্মার্টফোন ট্যাপ করেই দ্রুত ও সুরক্ষিতভাবে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার
- যেসব শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইরান
- খোঁজ মিলছে না আয়াতুল্লাহ খামেনির!
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্বেও ফেসভ্যালুর নিচে ১৬ ব্যাংকের শেয়ার
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- আর্থিক অস্বচ্ছল দুই শিক্ষার্থীর ভর্তিতে সহযোগিতা করলেন ছাত্রদলনেতা হামিম
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি