ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে একযোগে প্রতিরোধের হুঙ্কার উত্তর কোরিয়ার
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে একযোগে প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবারের (২৩ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ওই মুখপাত্র এই উত্তেজনার জন্য ইসরায়েলের অব্যাহত যুদ্ধ প্রচেষ্টা এবং ভূমি দখলের নীতিকে দায়ী করেছেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি ও উৎসাহেই মূলত ইসরাইল এসব কাজ করে যাচ্ছে।
উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা আরও বলেন, "উত্তর কোরিয়া ইরানের ওপর চালানো মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে।"
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই উসকানিমূলক ও সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে একযোগে নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তুলতে হবে।"
এই মন্তব্যের মাধ্যমে উত্তর কোরিয়া বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার ডাক দিয়েছে।
উল্লেখ্য, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং দুই দেশ সামরিক প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সম্পর্ক তাদের কৌশলগত অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আন্তর্জাতিক মহলে ধারণা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন