ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
যে কারণে ই'সরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাল ইরানের ই'হুদি-খ্রিষ্টান সম্প্রদায়
.jpg)
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকির ঘটনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির খ্রিস্টান, ইহুদি, জোরোঅ্যাস্ট্রিয়ান ও মান্দিয়ান সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিরা।
শনিবার (২১ জুন) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই হুমকিকে শুধু একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে নয়, বরং বিশ্বব্যাপী ধর্মবিশ্বাসীদের মূল্যবোধ ও আধ্যাত্মিক মর্যাদার ওপর আঘাত বলে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, ঐশ্বরিক নেতা ও ধর্মীয় পণ্ডিতরা হলেন ধর্মবিশ্বাসীদের পরিচয়ের নিখুঁত প্রতিফলন। তাদের ওপর হামলা মানে শত কোটি মানুষের বিশ্বাস, অনুভূতি ও আস্থার ওপর সরাসরি আঘাত।
ধর্মগুরুরা সতর্ক করে বলেছেন, 'এই ধরনের হুমকি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করে। বিশেষ করে সার্বভৌম জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সুরক্ষার বিধানগুলোকে অমান্য করা হয়। ধর্মীয় নেতারা আরও বলেছেন, যদি এই ধরনের হুমকি আসন্ন বলে বিবেচিত হয় তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তা প্রতিরোধ করা হবে।'
এই হত্যার হুমকিকে একটি বৈশ্বিক ধর্মীয় ইস্যু হিসেবে বিবেচনা করে বিবৃতিতে স্বাক্ষরকারীরা সতর্ক করে বলেন, এ ধরনের হুমকি কেবল এ অঞ্চলে নয়, এর বাইরেও ব্যাপক ও অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের ধর্মীয় ও আন্তঃধর্মীয় নেতৃবৃন্দ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আইনি সংস্থাগুলোর কাছ থেকে এই ঘটনার বিরুদ্ধে সুনির্দিষ্ট, প্রকাশ্য ও কার্যকর প্রতিক্রিয়া প্রত্যাশিত।
প্রসঙ্গত, ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে একের পর এক উসকানিমূলক আগ্রাসনের পরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বিরুদ্ধে হত্যার হুমকি আসে। এসব হামলায় ইরানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামে একটি সামরিক অভিযান চালায়, যাতে অধিকৃত বিভিন্ন অঞ্চলে অবস্থিত কৌশলগত ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন—
বিশপ নার্সাই বেঞ্জামিন (ইরান, আর্মেনিয়া ও জর্জিয়ার অ্যাসিরিয়ান চার্চ অফ দ্য ইস্ট),
বিশপ ভারোশ আভাঞ্জিয়ান (তেহরান ও উত্তরের আর্মেনিয়ান ক্যালিফেট কাউন্সিলের চেয়ারম্যান),
রাব্বি ইউনেস হামামি লালেহজার (ইরানের ইহুদি সম্প্রদায়ের নেতা),
মোবাদ মেহেরবান পোলাদি (ইরানের জোরোঅ্যাস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান),
গানজোরা নেজাত চাহিলি (ইরানের সাবিআন মান্দায়ানদের ধর্মীয় নেতা)।
সূত্র: প্রেস টিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ