ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ইরানে উত্তরসূরি বাছাই, পরবর্তী নেতৃত্বে নতুন মুখ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২১ ২০:০৬:৪৪
ইরানে উত্তরসূরি বাছাই, পরবর্তী নেতৃত্বে নতুন মুখ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে সম্ভাব্য ৩ জন আলেমকে মনোনীত করেছেন বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।

তার এই পদক্ষেপকে নিজের জীবন এবং ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো রক্ষার জরুরি পদক্ষেপ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে একটি বাংকারে অবস্থান করছেন এবং তার ইলেকট্রনিক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিশ্বস্ত সহকারীর মাধ্যমে কেবল সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে তাঁর অবস্থান শনাক্ত না হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, খামেনি ইতোমধ্যেই সেনাবাহিনীর নতুন নেতৃত্বের জন্য কিছু কর্মকর্তার নাম চূড়ান্ত করেছেন এবং নিজের মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ আলেমকে সম্ভাব্য মনোনয়ন দিয়েছেন।

এই পদক্ষেপগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হত্যার হুমকির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। খামেনি আশঙ্কা করছেন, যেকোনো সময় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাঁকে হত্যার চেষ্টা করতে পারে।

সাথে আরও জানানো হয়েছে, ইরানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে কোনো তথ্য ফাঁস না হয়।

উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করলে ইরান পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েলি সূত্র জানায়, ইরানের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, ইসরায়েলের হামলায় ৪৩০ জন নিহত এবং ৩,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত