ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ইরানে উত্তরসূরি বাছাই, পরবর্তী নেতৃত্বে নতুন মুখ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে সম্ভাব্য ৩ জন আলেমকে মনোনীত করেছেন বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।
তার এই পদক্ষেপকে নিজের জীবন এবং ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো রক্ষার জরুরি পদক্ষেপ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে একটি বাংকারে অবস্থান করছেন এবং তার ইলেকট্রনিক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিশ্বস্ত সহকারীর মাধ্যমে কেবল সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে তাঁর অবস্থান শনাক্ত না হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, খামেনি ইতোমধ্যেই সেনাবাহিনীর নতুন নেতৃত্বের জন্য কিছু কর্মকর্তার নাম চূড়ান্ত করেছেন এবং নিজের মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ আলেমকে সম্ভাব্য মনোনয়ন দিয়েছেন।
এই পদক্ষেপগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হত্যার হুমকির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। খামেনি আশঙ্কা করছেন, যেকোনো সময় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাঁকে হত্যার চেষ্টা করতে পারে।
সাথে আরও জানানো হয়েছে, ইরানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে কোনো তথ্য ফাঁস না হয়।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করলে ইরান পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েলি সূত্র জানায়, ইরানের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, ইসরায়েলের হামলায় ৪৩০ জন নিহত এবং ৩,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার