ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ইরানে উত্তরসূরি বাছাই, পরবর্তী নেতৃত্বে নতুন মুখ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে সম্ভাব্য ৩ জন আলেমকে মনোনীত করেছেন বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।
তার এই পদক্ষেপকে নিজের জীবন এবং ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো রক্ষার জরুরি পদক্ষেপ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে একটি বাংকারে অবস্থান করছেন এবং তার ইলেকট্রনিক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিশ্বস্ত সহকারীর মাধ্যমে কেবল সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে তাঁর অবস্থান শনাক্ত না হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, খামেনি ইতোমধ্যেই সেনাবাহিনীর নতুন নেতৃত্বের জন্য কিছু কর্মকর্তার নাম চূড়ান্ত করেছেন এবং নিজের মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ আলেমকে সম্ভাব্য মনোনয়ন দিয়েছেন।
এই পদক্ষেপগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হত্যার হুমকির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। খামেনি আশঙ্কা করছেন, যেকোনো সময় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাঁকে হত্যার চেষ্টা করতে পারে।
সাথে আরও জানানো হয়েছে, ইরানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে কোনো তথ্য ফাঁস না হয়।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করলে ইরান পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েলি সূত্র জানায়, ইরানের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, ইসরায়েলের হামলায় ৪৩০ জন নিহত এবং ৩,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন