ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
হুমকির পর খামেনির উত্তরসূরী মনোনীত
.jpg)
ইসরায়েলের পক্ষ থেকে হত্যার হুমকি পাওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনজন শীর্ষ ধর্মীয় নেতাকে সম্ভাব্য উত্তরসূরী হিসেবে মনোনীত করেছেন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
পত্রিকাটি ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত করে আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত কমান্ডারদের জায়গায় নতুন কমান্ডার নিয়োগের প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু করেছেন খামেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি ওই কর্মকর্তারা আরও বলেছেন, "আয়াতুল্লাহ আলী খামেনি যে তিনজন নেতাকে তাঁর সম্ভাব্য উত্তরসূরী মনোনীত করেছেন, তাঁদের মধ্যে খামেনির ছেলে মুজতাবা নেই।"
এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আয়াতুল্লাহ আলী খামেনি নিজের ছেলেকে উত্তরসূরী হিসেবে প্রস্তুত করছেন।
নিউইয়র্ক টাইমসকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণভাবে নতুন সর্বোচ্চ নেতা মনোনয়নের প্রক্রিয়া কয়েক মাস সময় নেয়। ধর্মীয় নেতারা তাদের নিজস্ব তালিকা থেকে প্রার্থী বাছাই করে থাকেন। তবে বর্তমানে যুদ্ধপরিস্থিতির কারণে খামেনি চাচ্ছেন দ্রুত ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে যাতে তাঁর উত্তরাধিকার সুরক্ষিত থাকে।
গত সপ্তাহে ইসরায়েলের আকস্মিক হামলার পর নিরাপত্তার কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি সুরক্ষিত বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে।
গত ১৩ জুন ভোররাতে বিনা উসকানিতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, তারা আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছে—কারণ অদূর ভবিষ্যতে ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ছিল যা ইসরায়েল ও এর বেসামরিক নাগরিকদের জন্য হুমকি হতে পারত। এই হামলা এখনো চলমান।
জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে। আজ সংঘাত নবম দিনে গড়িয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে এখন পর্যন্ত তাদের ২৪ জন নাগরিক নিহত হয়েছেন।
অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত আট দিনে ইসরায়েলের হামলায় অন্তত ৪৩০ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৫০০ জন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (HRANA) মতে, ইরানে নিহতের প্রকৃত সংখ্যা ৬৫৭ জনে পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ