ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
হুমকির পর খামেনির উত্তরসূরী মনোনীত
.jpg)
ইসরায়েলের পক্ষ থেকে হত্যার হুমকি পাওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনজন শীর্ষ ধর্মীয় নেতাকে সম্ভাব্য উত্তরসূরী হিসেবে মনোনীত করেছেন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
পত্রিকাটি ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত করে আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত কমান্ডারদের জায়গায় নতুন কমান্ডার নিয়োগের প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু করেছেন খামেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি ওই কর্মকর্তারা আরও বলেছেন, "আয়াতুল্লাহ আলী খামেনি যে তিনজন নেতাকে তাঁর সম্ভাব্য উত্তরসূরী মনোনীত করেছেন, তাঁদের মধ্যে খামেনির ছেলে মুজতাবা নেই।"
এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আয়াতুল্লাহ আলী খামেনি নিজের ছেলেকে উত্তরসূরী হিসেবে প্রস্তুত করছেন।
নিউইয়র্ক টাইমসকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণভাবে নতুন সর্বোচ্চ নেতা মনোনয়নের প্রক্রিয়া কয়েক মাস সময় নেয়। ধর্মীয় নেতারা তাদের নিজস্ব তালিকা থেকে প্রার্থী বাছাই করে থাকেন। তবে বর্তমানে যুদ্ধপরিস্থিতির কারণে খামেনি চাচ্ছেন দ্রুত ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে যাতে তাঁর উত্তরাধিকার সুরক্ষিত থাকে।
গত সপ্তাহে ইসরায়েলের আকস্মিক হামলার পর নিরাপত্তার কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি সুরক্ষিত বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে।
গত ১৩ জুন ভোররাতে বিনা উসকানিতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, তারা আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছে—কারণ অদূর ভবিষ্যতে ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ছিল যা ইসরায়েল ও এর বেসামরিক নাগরিকদের জন্য হুমকি হতে পারত। এই হামলা এখনো চলমান।
জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে। আজ সংঘাত নবম দিনে গড়িয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে এখন পর্যন্ত তাদের ২৪ জন নাগরিক নিহত হয়েছেন।
অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত আট দিনে ইসরায়েলের হামলায় অন্তত ৪৩০ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৫০০ জন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (HRANA) মতে, ইরানে নিহতের প্রকৃত সংখ্যা ৬৫৭ জনে পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি