ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
ইরানের পক্ষে মুসলিম বিশ্বের প্রতি তুরস্কের বার্তা

ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাত চলছে টানা ৯ দিন ধরে। এ সময় ইসরায়েলের হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ জন, আর দেশটির সামরিক বাহিনী হারিয়েছে বহু শীর্ষস্থানীয় কমান্ডার। ইসরায়েল যেন ইরানের ‘কোমর ভেঙে’ দিতে বদ্ধপরিকর হয়ে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তবুও ইরান এখন পর্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে এবং শত্রুপক্ষকে চোখে চোখ রেখে জবাব দিয়ে যাচ্ছে।
এদিকে ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে ইরানে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই পরিস্থিতিতে পুরো মুসলিম বিশ্বকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানানো হয়। খবর বিবিসির।
বৈঠকে মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্য করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, "ইরানে হামলার মধ্য দিয়ে ইসরায়েল এ অঞ্চলকে পুরোপুরি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এ সংঘাত বন্ধে বিশ্ব শক্তিকে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।"
তিনি সমগ্র মুসলিম বিশ্বকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, "ইসরায়েলের হামলার কারণে গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনের পর এবার ইরানও সমস্যার সম্মুখীন হয়েছে।"
এই সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাচনার নতুন ধাপ শুরু হওয়ার আগেই ইরানে হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে আলোচনার বিষয়টি ভণ্ডুল করে দিয়েছে তেল আবিব।"
তিনি আরও বলেন, "ইরানে হামলা চালিয়ে অপরাধ করেছে ইসরায়েল। একইসঙ্গে দেশটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।"
এরদোগান বলেন, "গত ১৩ জুন হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকার প্রকৃত পক্ষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। প্রকৃতপক্ষে এই নেতানিয়াহু সরকারই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব