ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ইরানে ইসরায়েলি হামলা: প্রকাশিত হলো হতাহতের সংখ্যা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২১ ১৬:২৭:৪৫
ইরানে ইসরায়েলি হামলা: প্রকাশিত হলো হতাহতের সংখ্যা

গত ১৩ জুন থেকে ইরানে ইসরায়েলের চালানো ধারাবাহিক হামলায় ৪৩০ জন প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৫০০ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত শুক্রবার ইসরায়েল ভোরে তেহরানের একাধিক পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায়। এই হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

ইসরায়েলের হামলার পর প্রতিশোধপরায়ণ হয়ে পাল্টা হামলা চালায় ইরান। এখনো চলছে হামলা ও পাল্টা হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের প্রধান শহর তেল আবিব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বলা হচ্ছে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের হামলা বন্ধ না হলে তেহরানও পিছু হটবে না। গতকাল জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসলেও, সংঘাত বন্ধে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা ভেঙে যায়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত