ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ইতিহাসের পাতায় শান্ত, গড়লেন বিরল রেকর্ড

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট ম্যাচে ইতিহাস গড়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই সেঞ্চুরি করে গড়েছেন একের পর এক নজিরবিহীন রেকর্ড।
শনিবার (২১ জুন) টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগে শান্ত ছিলেন ৮৯ রানে। বৃষ্টিবিঘ্নিত লাঞ্চের পর ফিরেই দেখেশুনে খেলে পূর্ণ করেন নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটার হন শান্ত।
এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথমবারের মতো টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শান্ত। এবার দ্বিতীয়বারের মতো সেই কীর্তি গড়লেন তিনি তবে আরও বড় পরিসরে—অধিনায়ক হিসেবে এবং বিদেশের মাটিতে।
শান্তর কীর্তির খতিয়ান:
প্রথম বাংলাদেশি ব্যাটার যিনি দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন
প্রথম বাংলাদেশি অধিনায়ক যিনি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন
প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি দেশের বাইরে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন
বিশ্বের ১৫তম ব্যাটার যিনি দুইবার টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন
বিশ্বের ১৬তম অধিনায়ক যিনি এক টেস্টেই জোড়া সেঞ্চুরির বিরল কীর্তি গড়লেন
এছাড়া অধিনায়ক হিসেবে এটি শান্তর তৃতীয় টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে অধিনায়কত্বকালীন সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখন তিনি দ্বিতীয় স্থানে। এ তালিকায় একমাত্র এগিয়ে আছেন মুশফিকুর রহিম (৪ সেঞ্চুরি)।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের হয়ে একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন কেবল মুমিনুল হক। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন তিনি।
শান্তর এই কীর্তি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বের গুণেও তিনি প্রমাণ করছেন তিনি বাংলাদেশের টেস্ট ভবিষ্যতের অন্যতম প্রধান ভরসা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার