ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‘এক কলেই থামবে ইরান-ইসরায়েল যুদ্ধ’

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২১ ১৩:৫৯:৫৭
‘এক কলেই থামবে ইরান-ইসরায়েল যুদ্ধ’

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটানো সম্ভব মাত্র একটি ফোনকলেই—এমন বার্তা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা। তার মতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই এই সংঘাত সহজেই বন্ধ হতে পারে।

শুক্রবার (২০ জুন) ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র মাজিদ ফারাহানি জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশই যথেষ্ট যাতে তেহরান ইসরায়েলে হামলা বন্ধ করে এবং এর ফলেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন সম্ভব হতে পারে।

মাজিদ বলেন, “ইরান সংঘাতে বিশ্বাসী নয়; আমরা বেসামরিক সংলাপে আস্থাশীল—তা সরাসরি হোক কিংবা পরোক্ষভাবে।” তিনি আরও জানান, “একটি ফোনকলে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এই যুদ্ধ থামাতে পারেন।”

তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাবই ইরান গ্রহণ করবে না। পারমাণবিক কর্মসূচি থেকেও সরে আসার প্রশ্নে ইরান অনড়, যদিও কিছু বিষয়ে ছাড় দেওয়ার ইচ্ছার কথা জানান তিনি।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী দুই সপ্তাহের মধ্যে।

মাজিদ ফারাহানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইরানের হাতে রয়েছে একাধিক বিকল্প, এবং সব ধরনের প্রতিক্রিয়া প্রস্তুত রয়েছে।”

তেহরানে একই দিন অনুষ্ঠিত হয় সরকারপন্থী বিক্ষোভ। যেখানে হাজারো মানুষ রাস্তায় নেমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা নাড়িয়ে স্লোগান দেন, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা আগুনে পোড়ান।

একজন নারী বিক্ষোভকারী সিএনএনকে বলেন, “ট্রাম্প, আপনি আমাদের নেতাকে হুমকি দিচ্ছেন? আপনি জানেন না, আমাদের জাতি মনে করে মৃত্যু মধুর চেয়েও মিষ্টি।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিক্ষোভকে জাতির সাহসিকতার প্রতিচ্ছবি বলে আখ্যা দিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় জাপান

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় জাপান

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান। সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে... বিস্তারিত