ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
ভারতের ২০ হাজার নাগরিক ইসরাইলে, কী করছেন তারা?

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে ইসরায়েলে অবস্থানরত বহু বিদেশি নাগরিক নিজ দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এরই মধ্যে জানা গেছে, ইসরায়েলে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। এদের অনেকেই কাজের সূত্রে কিংবা পড়াশোনার কারণে সেখানে রয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যারা ফিরতে চান তাদের স্থলপথে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে সেখান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। তেল আবিবে ভারতীয় দূতাবাস এ বিষয়ে তদারকি করছে এবং ফেরত যেতে ইচ্ছুক নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের স্বাস্থ্য খাতে—বিশেষত কেয়ার গিভার, নার্স এবং অদক্ষ শ্রমিক হিসেবে ভারতীয়দের ওপর ব্যাপকভাবে নির্ভর করা হয়। প্রবীণ ইসরায়েলিদের দেখাশোনার ক্ষেত্রে ভারতীয় কেয়ার গিভাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বর্তমানে আনুমানিক ১৮,০০০ থেকে ২০,০০০ ভারতীয় ইসরায়েলে রয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালে দ্বিপাক্ষিক চুক্তির পর বহু ভারতীয় কর্মী ইসরায়েলে গেছেন। ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত প্রায় ৬,৬৯৪ জন ভারতীয় কর্মী সরাসরি ইসরায়েলি কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ পেয়েছেন এবং ১৯৫টি ইসরায়েলি কোম্পানিতে কর্মরত আছেন।
এই কর্মীদের মধ্যে বেশিরভাগই নির্মাণকাজে নিয়োজিত—যেমন: ভবনের কাঠামো নির্মাণ, লোহা বাঁকানো ও প্লাস্টারিং। ২০২৪ সালে ইসরায়েল কেয়ার গিভার ও নির্মাণ শ্রমিক হিসেবে প্রায় ১৫,০০০ কর্মী চেয়ে ভারতকে অনুরোধ করেছিল। যদিও চূড়ান্ত কতজন গিয়েছেন সে তথ্য প্রকাশ পায়নি।
ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ড. আসিফ ইকবাল জানান, অধিকাংশ ভারতীয় ইসরায়েলে কেয়ার গিভারের কাজ করেন। দক্ষিণ ভারত থেকে আসা প্রশিক্ষিত পুরুষ নার্স ও নার্সিং অ্যাসোসিয়েটদের চাহিদা রয়েছে। দ্বিতীয় বৃহৎ খাত হলো নির্মাণ যেখানে ধ্বংসপ্রাপ্ত স্থাপনার পুনর্গঠনে ভারতীয় শ্রমিকরা কাজ করছেন। তুলনামূলকভাবে তথ্য প্রযুক্তি খাতে ভারতীয়দের উপস্থিতি কম।
ম্যাঙ্গালোরের বাসিন্দা পিএন লরেন্স জানান, তিনি ১৩ বছর ধরে ইসরায়েলে কেয়ার গিভারের কাজ করছেন। সাম্প্রতিক সময় যুক্তরাজ্যে গেলেও ফের ইসরায়েলে ফিরে যেতে চান। তার মতে যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইসরায়েলে বেতনের হার ও সরকারি সুযোগ-সুবিধা অনেক ভালো।
ইসরায়েলে প্রায় ৮৫,০০০ ভারতীয় বংশোদ্ভূত ইহুদি রয়েছেন। তারা মূলত মহারাষ্ট্র, কেরালা ও কলকাতা থেকে ৫০ ও ৬০-এর দশকে সেখানে অভিবাসন শুরু করেন। সাম্প্রতিক সময়ে মণিপুর ও মিজোরাম থেকেও অভিবাসন ঘটেছে।
ইসরায়েলস্থিত ইন্ডিয়ান জিউইশ কমিউনিটি সেন্টারের প্রেসিডেন্ট আইজ্যাক ওয়াস্কা জানান, সাম্প্রতিক সংঘাতে তার পরিচিত কয়েকজন নিহত হয়েছেন যাদের মধ্যে সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। তিনি নিজেও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য এবং প্রয়োজনে আবার ডিউটিতে ফিরতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার
- যেসব শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইরান
- খোঁজ মিলছে না আয়াতুল্লাহ খামেনির!
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- মুন্নু সিরামিকের বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্বেও ফেসভ্যালুর নিচে ১৬ ব্যাংকের শেয়ার
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- আর্থিক অস্বচ্ছল দুই শিক্ষার্থীর ভর্তিতে সহযোগিতা করলেন ছাত্রদলনেতা হামিম