ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
শেয়ার দাম অস্বাভাবিক বৃদ্ধি, ডিএসইর ব্যাখ্যা তলব

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো আইস্ক্রিমের শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এমন পরিস্থিতিতে ডিএসই বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি শেয়ারে বিনিয়োগের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
ডিএসই জানিয়েছে, লাভেলো আইস্ক্রিমের শেয়ার দর বৃদ্ধির এই অস্বাভাবিক প্রবণতা নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে ব্যাখ্যা তলব করা হয়েছে। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারটির দাম এভাবে বেড়েছে। এটি ইঙ্গিত দেয়, শেয়ারের মূল্য বৃদ্ধি বাজারের স্বাভাবিক গতিবিধির বাইরে কোনো অভ্যন্তরীণ তথ্যের ওপর ভিত্তি করে হচ্ছে না।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, লাভেলো আইস্ক্রিমের শেয়ার দাম সাম্প্রতিক সময়ের বৃদ্ধি সত্যিই চোখে পড়ার মতো। গত ২০ মে কোম্পানিটির শেয়ার দাম ছিল ৭৯ টাকা ২০ পয়সা। আর আজকের ১৮ জুন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১০২ টাকায়। অর্থাৎ এক মাসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২২ টাকা ৮০ পয়সা বা প্রায় ২৯ শতাংশ। এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি বাজার নিয়ন্ত্রকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ডিএসইর এই সতর্কবার্তা বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। যখন কোনো কোম্পানির শেয়ার মূল্য অপ্রকাশিত সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, তখন তাতে কৃত্রিমতার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। তাই ডিএসই বিনিয়োগকারীদের নিজস্ব বিচার-বিবেচনা ছাড়া এই ধরনের শেয়ারে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে।
এদিকে, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৯৩ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২০ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
উল্লেখ্য, বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯ কোটি ৩৫ লাখ। এর মধ্যে ৩৮.৬৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২.৮২ শতাংশ প্রাতিস্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৮.৫২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ১৫ দিনে ১৭ প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে