ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে যা জানা গেল

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ জুন ১৪ ২১:০২:৪৬
এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে যা জানা গেল

করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এই পাবলিক পরীক্ষাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সময়সূচি পেছানোর নানা গুজব ছড়িয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গুজবে কান না দিতে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (১৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, “করোনা ও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, বিষয়টি আমরাও পর্যবেক্ষণ করছি। তবে এখন পর্যন্ত পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বঘোষিত সময় অনুযায়ী ২৬ জুন থেকেই পরীক্ষা শুরু হবে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রগুলোতে সর্বোচ্চ স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা হবে। আসন বিন্যাসে শারীরিক দূরত্ব বজায় রাখা হবে, আর পরীক্ষার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক থাকবে।”

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বাড়তি সতর্কতার অংশ হিসেবে জীবাণুনাশক স্প্রে, থার্মাল স্ক্যানিং, প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার এবং পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রগুলোতে পরীক্ষার আগে ও পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রসচিবদের।

বিশেষ প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও অতিরিক্ত চিকিৎসাকর্মী রাখার কথাও বিবেচনা করা হচ্ছে, যাতে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, বোর্ড কর্তৃক প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত