ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

ইরানে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ১৩ ১৬:০৯:৩৯
ইরানে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক

ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। শুক্রবার (১৩ জুন) ভোরে রাজধানী তেহরানে চালানো হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক, সৌদি আরবসহ বিভিন্ন দেশ।

তুরস্ক ইসরায়েলের এই হামলার কড়া সমালোচনা করে একে ‘উসকানিমূলক’ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের আক্রমণ কূটনৈতিক সমাধানের পথকে রুদ্ধ করে এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। ইসরায়েলকে আরও বড় সংঘাতমুখী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

এদিকে, ইসরায়েলি হামলার জবাবে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “জেরুজালেম দখলদার সন্ত্রাসী সরকার সব রকম সীমা অতিক্রম করেছে। এই অপরাধের জবাবে আমাদের প্রতিক্রিয়ায় কোনো সীমাবদ্ধতা থাকবে না।”

তেহরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি বিমান হামলার পর ইরান থেকেও পাল্টা পদক্ষেপ শুরু হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরান প্রায় ১০০টি আক্রমণাত্মক ড্রোন ইসরাইলের দিকে ছুড়েছে। এর ফলে দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

তবে ইসরায়েল দাবি করেছে, তাদের প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ছোড়া সব ড্রোনই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলজুড়ে যুদ্ধের শঙ্কা ক্রমেই বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। বিশ্ব সম্প্রদায়ের অনেকেই এ মুহূর্তে সর্বোচ্চ সংযম ও কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত