ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ই-সরায়েলি হা-মলায় ইরানের ছয় পরমাণুবিজ্ঞানী নি-হ-ত
ইসরায়েলি বিমান হামলায় ইরানের ছয়জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহত বিজ্ঞানীরা হলেন—আব্দুল্লাহ মিনৌচেহর, আহমাদ রেজা জলফাঘারি, সায়েদ আমির হোসেন ফাকহি, মোতলাবিজাদেহ, ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেহরানচি।
এর আগে শুধু ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেহরানচির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছিল। ফেরেদুন আব্বাসি ছিলেন ইরানের আণবিক শক্তি সংস্থা (AEOI)-এর সাবেক প্রধান। ২০১০ সালে তাঁর ওপর হত্যাচেষ্টা চালানো হলেও তিনি তখন বেঁচে যান। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি।
অন্যদিকে, মোহাম্মদ মেহদি তেহরানচি ছিলেন তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। নিহত অন্য চার বিজ্ঞানীর বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই হামলা 'অপারেশন রাইজিং লায়ন'-এর অংশ হিসেবে চালানো হয়েছে। তাঁর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ধ্বংস করতেই এই আক্রমণ পরিচালিত হয়। হামলার মূল লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। একই সঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) প্রধান কার্যালয়েও আঘাত হানা হয়।
এই হামলায় ছয় বিজ্ঞানীর পাশাপাশি ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের মধ্যে আরও তিনজন নিহত হয়েছেন। তারা হলেন—ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টারের মেজর জেনারেল গোলাম আলী রশিদ।
গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলছিল। বিশ্লেষকরা আগেই আশঙ্কা করেছিলেন, পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। শুক্রবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) ইরানের অন্তত আটটি শহরে পাঁচ ধাপে শতাধিক হামলা চালায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানানো হয়েছে, এসব হামলার পেছনে মূল পরিকল্পনায় ছিলেন আইডিএফের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি