ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
লস অ্যাঞ্জেলেস মুক্ত করার ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে পঞ্চম দিনেও উত্তাল লস অ্যাঞ্জেলেস। শহরজুড়ে চলছে বিক্ষোভ, বেড়েছে গ্রেফতার অভিযান। পরিস্থিতি সামাল দিতে ডাউনটাউন এলাকায় রাতভর কারফিউ জারি করেছেন শহরের মেয়র কারেন বাস।
শুক্রবার শুরু হওয়া এই অভিযানকে ঘিরে বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, তারা গণহারে বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে। মেয়র কারেন বাস জানিয়েছেন, শহরের কিছু এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় সীমিত পরিসরে কারফিউ জারি করা হয়েছে।
এদিকে অভিবাসন অভিযান অব্যাহত রয়েছে। বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত নিয়ন্ত্রণ এজেন্টদের সহায়তায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সেনারা।
লস অ্যাঞ্জেলেস ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলেও অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে সীমান্ত নিয়ন্ত্রণ এজেন্টদের নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সেনাদের। তারা এখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগী হিসেবে কাজ করছেন।
লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের মধ্যে বিরোধ আরও বাড়িয়ে তুলেছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি শহরটিকে ‘মুক্ত’ করবেন।
তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই পদক্ষেপকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ৪ হাজার ন্যাশনাল গার্ড এবং ৭০০ মেরিন মোতায়েনের লক্ষ্য হলো শহরটিকে বিদেশি শত্রুদের নিয়ন্ত্রণে পড়া থেকে রক্ষা করা। তিনি বলেন, এই বাহিনীর গ্রেপ্তারের অধিকার নেই। তারা কেবলমাত্র ফেডারেল সম্পত্তি ও কর্মীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
এদিকে গভর্নর নিউসম প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছেন, "তিনি আবারও উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিয়েছেন। তিনি আরও শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর, যাকে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে দেখা হচ্ছে, তিনি সতর্ক করে বলেছেন যে অন্যান্য রাজ্যগুলোও এর পরের শিকার হবে।"
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার পর লস অ্যাঞ্জেলেসে কারফিউ কার্যকর হলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়তে শুরু করে। পরে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানায়, কারফিউ সত্ত্বেও একাধিক দল এখনো শহরের ডাউনটাউন এলাকায় জড়ো হয়ে ছিল।
সূত্র: বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস