ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৫ দফা স্বাস্থ্য নির্দেশনা

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ জুন ১০ ১৬:৩৬:৩০
শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৫ দফা স্বাস্থ্য নির্দেশনা

ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫ দফা নির্দেশনামাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান সোমবার রাতে এক ফেসবুক পোস্টে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান:১. হাত ধোয়া: সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে নিয়মিত হাত পরিষ্কার করতে হবে।২. মাস্ক পরা: বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।৩. সামাজিক দূরত্ব: আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।৪. হাঁচি-কাশির শিষ্টাচার: টিস্যু বা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে হাঁচি-কাশি দিতে হবে।৫. চোখ-মুখ স্পর্শ থেকে বিরত থাকা: অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে বলেছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনার লক্ষণ (জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি) দেখা দিলে আক্রান্ত ব্যক্তিকে ঘরে থাকতে হবে। অবস্থা গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে যেতে হবে বা আইইডিসিআরের হটলাইন (০১৪০১-১৯৬২৯৩) এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুতে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে কয়েক দফায় সংক্রমণ বৃদ্ধি পেলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও লকডাউনসহ কঠোর নিয়ম চালু করা হয়। সংক্রমণ কমে এলে এসব বিধিনিষেধ শিথিল করা হলেও, সম্প্রতি দেশে আবারও সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরন প্রতিরোধে টিকা নেওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং গণসমাগম এড়ানো জরুরি। সরকারের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাও এই সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত