ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৫ দফা স্বাস্থ্য নির্দেশনা

ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫ দফা নির্দেশনামাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান সোমবার রাতে এক ফেসবুক পোস্টে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান:১. হাত ধোয়া: সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে নিয়মিত হাত পরিষ্কার করতে হবে।২. মাস্ক পরা: বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।৩. সামাজিক দূরত্ব: আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।৪. হাঁচি-কাশির শিষ্টাচার: টিস্যু বা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে হাঁচি-কাশি দিতে হবে।৫. চোখ-মুখ স্পর্শ থেকে বিরত থাকা: অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে বলেছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনার লক্ষণ (জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি) দেখা দিলে আক্রান্ত ব্যক্তিকে ঘরে থাকতে হবে। অবস্থা গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে যেতে হবে বা আইইডিসিআরের হটলাইন (০১৪০১-১৯৬২৯৩) এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের শুরুতে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে কয়েক দফায় সংক্রমণ বৃদ্ধি পেলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও লকডাউনসহ কঠোর নিয়ম চালু করা হয়। সংক্রমণ কমে এলে এসব বিধিনিষেধ শিথিল করা হলেও, সম্প্রতি দেশে আবারও সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরন প্রতিরোধে টিকা নেওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং গণসমাগম এড়ানো জরুরি। সরকারের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাও এই সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণ, ট্রাম্পের জরুরি বৈঠক