ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
১১ জুন কারামুক্ত হতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১১ জুন কারামুক্ত হতে পারেন। এই দিনে আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ও স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আদালত চাইলে একই দিনে তাদের জামিন মঞ্জুর করতে পারে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর শীর্ষ নেতা গওহর আলী খান জানিয়েছেন, ১১ জুন ইমরান খান ও তার স্ত্রীর জন্য ‘গুরুত্বপূর্ণ একটি দিন’ হতে যাচ্ছে। তবে তিনি এর ব্যাখ্যা দেননি।
এর আগে পাকিস্তানের হাইকোর্টে এই মামলার শুনানি পিছিয়ে ১১ জুন নির্ধারণ করা হয়। দুর্নীতি দমন সংস্থা ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টেবেলিটি ব্যুরো) আরও সময় চাওয়ায় আদালত এ সিদ্ধান্ত নেয়।
এদিকে গওহর আলী খান আরও জানান, তারা বিরোধী দলগুলোর সঙ্গে একযোগে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, যার নেতৃত্বে থাকবেন ইমরান খান নিজে।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহেই বলেছিলেন, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হবে।
প্রসঙ্গত, অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে কিছুতে তিনি দণ্ডিত হয়েছেন। এসবের মধ্যে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা অন্যতম। এতে অভিযোগ রয়েছে, তিনি কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান খান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!