ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

নেইমার করোনায় আক্রান্ত

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুন ০৮ ১৭:৩১:১১
নেইমার করোনায় আক্রান্ত

বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার একটি ইনস্টাগ্রাম পোস্টে এই গুঞ্জনের খবর শোনা গিয়েছিল। যেখানে তিনি লেখেন, "নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস তাদের বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পিতবার তার শরীরে উপসর্গ দেখা যায়। ফলে অনুশীলন করেননি তিনি। সোমবার আবার পরীক্ষা করা হবে।"

রোমানোর ওই বার্তার পর ব্রাজিলের বিশ্বস্ত সংবাদমাধ্যম ‘গ্লোবো’ সংবাদটি প্রকাশ করে। প্রতিবেদনে জানানো হয়, নেইমারের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এক বিবৃতিতে তার করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

তারা বলেছে, ‘বৃহস্পিতবার থেকেই নেইমারের জ্বর শুর হয়। কয়েক দফা টেস্ট করার পর সান্তোসের মেডিকেল স্টাফরা নিশ্চিত করেছেন যে নেইমার কোভিড আক্রান্ত। যখন থেকে তার মধ্যে করোনার অনুসঙ্গ লক্ষ করা গেছে তখন থেকেই তাকে সব কিছু থেকে আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শেই সে এখন বাড়িতেই নিভৃতবাস করছেন।’

এর আগে বৃহস্পতিবার সান্তোসের কোনো ম্যাচে অংশ নেননি নেইমার। সোমবার তাকে পুনরায় মেডিকেল পরীক্ষা করানো হবে।

উল্লেখ্য ২০২১ সালের মে মাসে পিএসজিতে থাকার সময় প্রথমবার করোনা আক্রান্ত হন নেইমার। এবার এটি তার দ্বিতীয়বারের মতো কোভিড আক্রান্ত হওয়া। আগামীকাল ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে আপাতত সেটি বাতিল করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত