ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
২০ হাজার কর্মী, শত শত গাড়ি নিয়ে প্রস্তুত দুই সিটি
আগামীকাল শনিবার (০৭ জুন) সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। যদিও বর্তমানে উভয় সিটিতেই মেয়রের পদ শূন্য রয়েছে। দুই সিটিতে সম্মিলিতভাবে প্রায় ২০ হাজার ২৬৭ জন পরিচ্ছন্নকর্মী ঈদের দিন মাঠে কাজ করবেন।
দুই সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, 'নির্ধারিত সময়ের মধ্যে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দুই করপোরেশনের বর্জ্য, পরিবহন ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।'
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদুল আজহায় রাজধানীতে প্রায় ৭ লাখ পশু কোরবানি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে প্রায় ৫০ হাজার টন বর্জ্য উৎপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও লজিস্টিক সহায়তা নিয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ঈদের দিন বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে দুই সিটি করপোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, "দক্ষিণ সিটিতে প্রায় ৩০ হাজার টন কোরবানির বর্জ্য উৎপন্ন হতে পারে। তা অপসারণে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের একটি তদারকি পরিষদ। দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা অভিযানে কাজ করবেন করপোরেশনের নিজস্ব ৫ হাজার ৯৫৩ জন, প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের ৪ হাজার ৭০০ জন এবং পশুর হাটে নিয়োজিত ১ হাজার ৮০০ জন পরিচ্ছন্নকর্মীসহ মোট ১০ হাজার ২৬৭ জন।"
দক্ষিণ সিটি কর্পোরেশন আরও জানায়, 'এবারের ঈদে বর্জ্য অপসারণে প্রস্তুত রাখা হয়েছে ২০৭টি ডাম্প ট্রাক, ২০০টি মিনি ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ৯টি পানির গাড়ি, ২টি বুলডোজার, ৪টি এক্সেভেটর, ৩টি এয়ার কম্প্রেসার, ২টি ফর্ক লিফট এবং ৩টি স্কিড লোডারসহ বিভিন্ন যন্ত্রপাতি।'
এ ছাড়া ওয়ার্ড পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ হাতগাড়ি, বেলচা ও টুকরি সরবরাহ করেছে দুই সিটি করপোরেশন। জীবাণুনাশক হিসেবে সরবরাহ করা হয়েছে ২২২ গ্যালন স্যাভলন ও ৪০ টন ব্লিচিং পাউডার।
দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তা পেতে চালু করা হয়েছে হটলাইন। যোগাযোগের নম্বর: ০১৭০৯-৯০০৮৮৮ এবং ০২২২-৩৩৮৬০১৪।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, "উত্তর সিটিতে এবারের ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হতে পারে। তা দ্রুত অপসারণে তিনদিনব্যাপী প্রায় ১০ হাজার পরিচ্ছন্নকর্মী কাজ করবেন। বর্জ্য ফেলা ও ডাম্পিংয়ের জন্য আমিন বাজার ল্যান্ডফিলে দুটি আলাদা পরিখা ও একটি প্লাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য অপসারণের ধাপ অনুযায়ী প্রথমে তা এসটিএসে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ল্যান্ডফিলে ডাম্প করা হবে। এ কার্যক্রম তদারকির জন্য গঠন করা হয়েছে একটি মনিটরিং টিম।"
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে ব্যবহৃত হবে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পে-লোডারসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি। এরই মধ্যে ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার ও ৪ হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।
কোরবানির পশুর হাট ও আশপাশের এলাকাগুলোর বর্জ্য দ্রুত সরিয়ে নিতে এবং রাস্তা পরিষ্কার করতে কাজ করবে পানির গাড়ি, ভারী যন্ত্রপাতি ও বেসরকারি পিকআপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত