ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শুরুর সময় নিয়ে যা জানা গেল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী ১৬ জুন প্রকাশিত হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর একটি সূত্র জানিয়েছে, টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সূত্রটি আরও জানায়, গণবিজ্ঞপ্তির খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ জুন থেকে।
আবেদন থেকে বাদ ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা
যেসব প্রার্থীর বয়স ৩৫ বছর পার হয়েছে তারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না—এমনকি যদি তারা ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণও হন। একই সঙ্গে যেসব নিবন্ধনসনদের মেয়াদ তিন বছরের বেশি তারাও আবেদন করতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, “নিয়োগ নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের নিয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমাদের পক্ষে তা লঙ্ঘন করা সম্ভব নয়।”
রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল কারণ জানালেন কর্মকর্তারা:
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে অনেক প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এনটিআরসিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “মৌখিক পরীক্ষায় অনেক প্রার্থী সাধারণ প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না তাদেরই মূলত ফেল করা হয়েছে। কারণ এই ধরনের প্রার্থীরা শ্রেণিকক্ষে পাঠদানে অক্ষম বলে বোর্ড মনে করেছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫২১ জন। প্রিলিমিনারি ধাপে আবেদন করেছিলেন প্রায় ১৯ লাখ প্রার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা