ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
প্রেমিকার সঙ্গে ছেলের বিলাসী ভ্রমণে হারাতে হল প্রধানমন্ত্রিত্ব!

প্রেমিকাকে নিয়ে পুত্রের বিলাসবহুল জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক এবং দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসাননামস্রাইন ওইউন-এরদেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, ওইউন-এরদেনের পুত্র ও তাঁর প্রেমিকা বাগদানের সময় ছুটিতে বিলাসবহুলভাবে সময় কাটাচ্ছেন। প্রেমিকার কাঁধে ডিওরের কালো ব্যাগ ও একাধিক শপিং ব্যাগ দেখা গেছে। জন্মদিন উপলক্ষে প্রেমিকা ছবির ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি।’ একটি ছবিতে তাদের সুইমিং পুলে চুম্বনরত অবস্থায়ও দেখা গেছে।
এই ছবি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর পরিবারের এই বিলাসী জীবনযাপনের উৎস কী? দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইতোমধ্যে ওইউন-এরদেন পরিবারের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ জুন) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ‘সংসদে সাংসদদের গোপন ব্যালটে হওয়া একটি আস্থা ভোটে ওইউন-এরদেনের পদত্যাগ অবধারিত হয়ে পড়ে। আস্থা ভোটে অংশ নিয়েছিলেন ৮৮ জন সাংসদ। এর মধ্যে ৪৪ জন ওইউন-এরদেনকে সমর্থন করেন এবং ৩৮ জন বিরোধিতা করেন। তবে ১২৬ সদস্যের পার্লামেন্টে আস্থা টিকিয়ে রাখতে হলে ওইউন-এরদেনের কমপক্ষে ৬৪ জনের সমর্থন প্রয়োজন ছিল।’
ভোটের পর প্রধানমন্ত্রী ওইউন-এরদেন বলেন, “মহামারি, যুদ্ধ এবং আন্তর্জাতিক শুল্ক সংকটের মতো কঠিন সময়ে জাতি ও জনগণের সেবা করতে পেরে আমি গর্বিত।”
গত দুই সপ্তাহ ধরে শত শত মানুষ, বিশেষ করে তরুণরা রাস্তায় নেমে ওইউন-এরদেনের পদত্যাগের দাবি জানায়। তবে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘এটি তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, ‘ওইউন-এরদেনের শাসনামলে মঙ্গোলিয়ায় দুর্নীতি আরও বেড়েছে। ২০২৪ সালে সরকারি স্বচ্ছতায় দেশটি ১৮০টি দেশের মধ্যে ১১৪ তম স্থানে ছিল।’
এক সময় সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত মঙ্গোলিয়া, রাশিয়া ও চীনের মাঝামাঝি অবস্থিত। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০-এর দশকে দেশটি গণতন্ত্রে রূপান্তর শুরু করে। তবে দুর্নীতি মঙ্গোলিয়ায় দীর্ঘদিন ধরে চলমান একটি সমস্যা হিসেবে রয়েছে।
গত বছর মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করে, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী সুখবাটার বাতবোল্ড নিউ ইয়র্কে চুরি করা খনির অর্থ থেকে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। যদিও বাতবোল্ড এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গোলিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলিকে ‘তৃতীয় প্রতিবেশী’ হিসেবে বিবেচনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির