ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

এবার রাজপথে নামছে ছাত্রশিবির, কর্মসূচির ডাক শাহবাগে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ৩১ ১৫:১৭:১৫
এবার রাজপথে নামছে ছাত্রশিবির, কর্মসূচির ডাক শাহবাগে

সারাদেশে ক্যাম্পাসে চলমান অস্থিরতা এবং পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা।

শনিবার (৩১ মে) সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক রেজওয়ান উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে মানববন্ধনটি অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী নিপীড়ন, পরিকল্পিত বিশৃঙ্খলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অশান্তি সৃষ্টির বিরুদ্ধে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে সকল স্তরের ছাত্র, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব ও সাংবাদিকদের মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত