ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
ট্রাম্পের নতুন আদেশ, বিপাকে শিক্ষার্থীরা
.jpg)
ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে তাদের ভিসা প্রক্রিয়া কঠোর হয়ে গেছে। শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের নতুন তারিখ নির্ধারণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়া, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই করাও বাধ্যতামূলক করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোকে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিসার জন্য নতুন সাক্ষাৎকার নির্ধারণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো নতুন শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না।”
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্ট, শেয়ার ও মন্তব্য খতিয়ে দেখা হবে। জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি আছে কিনা, তা যাচাই করতেই এই সিদ্ধান্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের এই প্রক্রিয়া কঠোরভাবে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই কঠোরতা বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ভর্তি হারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে বিদেশি শিক্ষার্থীর ওপর নির্ভরশীল।
এদিকে একইদিনে মার্কিন সংবাদমাধ্যম এনপিআর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের এক নির্বাহী আদেশের মাধ্যমে এনপিআর ও পিবিএস-এর সরকারি অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।
এই আদেশকে সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, “ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিরোধী কণ্ঠকে দমন করার চেষ্টা করছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা