ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
ফ্রান্সের প্রেসিডেন্ট ও স্ত্রীর ভাইরাল ক্লিপ, কী বলছে এলিসি প্রাসাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁর কাছ থেকে দুই গালে চড় খেতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও এলিসি প্রাসাদ এই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ঘটনাটি ঘটে রোববার, যখন মাখোঁ তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের প্রথম গন্তব্য ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান। ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ব্রিজিত মাখোঁ আচমকা প্রেসিডেন্টের মুখে দুই হাত দেন, যা অনেকের চোখে চপেটাঘাত হিসেবে প্রতীয়মান হয়েছে।
মুহূর্তের জন্য মাখোঁকে বিভ্রান্ত দেখা গেলেও, তিনি দ্রুত নিজেকে সামলে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে বিমান থেকে নামার সময় তিনি স্ত্রীকে হাত ধরতে এগিয়ে যান, তবে ব্রিজিত তাঁর হাত না ধরে নিজে রেলিং ধরে নেমে যান।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানায়, ভাইরাল ভিডিওতে চড় খাওয়ার যে দাবি করা হচ্ছে, তা পুরোপুরি ভুয়া। পরবর্তীতে কিছু কর্মকর্তাও ভিডিওটির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন।
মাখোঁর এক ঘনিষ্ঠ সহযোগী ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে বলেন, ঘটনার আগে এই দম্পতির মধ্যে ‘হালকা কথার খুনসুটি’ হচ্ছিল। এলিসি প্রাসাদের আরেকটি সূত্র একে ‘ব্যক্তিগত মুহূর্ত’ বলে বর্ণনা করে জানায়, তারা ঠাট্টা-মশকরা করছিলেন, আর এই ভিডিওটি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।
সূত্রটি আরও অভিযোগ করে যে, এই ধরনের গুজব ছড়ানোর পেছনে অনলাইন অপপ্রচারকারী গোষ্ঠী, বিশেষ করে রাশিয়াপন্থীরা, জড়িত থাকতে পারে। তাদের উদ্দেশ্য হলো—মাখোঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মাখোঁ ইউরোপীয় ইউনিয়নের একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, যা তাঁকে রাশিয়ার প্রোপাগান্ডার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন