ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
আমাদের ২০ হাজার নাগরিক নিহ’ত হয়েছে: ভারত
.jpg)
ডুয়া ডেস্ক: সম্প্রতি কাশ্মিরের পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা সরাসরি সংঘাতে রূপ নেয়। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সীমান্তে গুলি বিনিময়, যুদ্ধবিমান ভূপাতিত, ড্রোন ধ্বংস এবং সামরিক ঘাঁটিতে হামলার মতো একাধিক ঘটনা ঘটে। এতে উভয় দেশের মিলিয়ে অর্ধশতাধিক সামরিক ও বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে।
এদিকে, বিশ্বব্যাপী একে অপরকে দোষারোপ করে নিজেদের অবস্থান তুলে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ও ভারত। উভয় দেশই আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের কৌশলগত সাফল্য ব্যাখ্যা করতে গঠন করেছে প্রতিনিধিদল এবং জাতিসংঘে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
আজ শনিবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে এনডিটিভি জানায়, ‘জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশ জানান, গত চার দশকে সন্ত্রাসী হামলায় ভারতের ২০ হাজারের বেশি নাগরিক নিহত হয়েছেন। এই সহিংসতার জন্য তিনি পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদকে সরাসরি দায়ী করেন।’
জাতিসংঘ অধিবেশনে সিন্ধু পানি চুক্তি বন্ধের বিষয়ে আপত্তি তুলে ধরে পাকিস্তান জানায়, “পানি জীবন—যুদ্ধের হাতিয়ার নয়।”
তবে জবাবে ভারতীয় প্রতিনিধি কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করেন। তিনি বলেন, “পাকিস্তান হলো সন্ত্রাসের বৈশ্বিক কেন্দ্র। যতক্ষণ না তারা সীমান্তপারে সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করছে, ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে।”
তিনি আরও বলেন, “ভারত ৬৫ বছর আগে সৎ ও সৌহার্দ্যপূর্ণ উদ্দেশ্যে সিন্ধু পানি চুক্তিতে অংশ নিয়েছিল। সেই চুক্তি বন্ধুত্বের নিদর্শন হিসেবে গৃহীত হয়েছিল। কিন্তু পাকিস্তান পরবর্তীকালে ৩টি যুদ্ধ ও হাজার হাজার সন্ত্রাসী হামলার মাধ্যমে সেই চুক্তির চেতনাকে পদদলিত করেছে।”
পারভাথানেনি হরিশ বলেন, “গত সাড়ে ছয় দশক ধরে ভারত এই পরিস্থিতিতে ‘অসাধারণ ধৈর্য ও উদারতা’ দেখিয়ে এসেছে। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?