ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ মে ২৪ ১৩:২৪:৩৯
উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডুয়া ডেস্ক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক জানায়, এপিএস থাকাকালীন মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার দুর্নীতি ও অন্যান্য অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের স্বার্থে তার বিদেশ গমন ও এনআইডি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি দল মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ করে।

অভিযোগের বিষয়ে মোয়াজ্জেম সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদের টার্গেট করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”

তিনি আরও জানান, “দুদকের চিঠি পেয়ে আমি নিজে হাজির হয়েছি। কিছু গণমাধ্যম আমার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আমি বিসিএস ভাইভার প্রস্তুতির জন্য ২৫ মার্চ পদত্যাগপত্র জমা দিই যা ২২ এপ্রিল গ্রহণ করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু ত্রুটি ছিল। দুর্নীতির অভিযোগগুলো এসেছে আমার পদত্যাগের পর।”

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব গণমাধ্যমে জানান মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিনি নিজেই দুদকে অনুরোধ করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে