ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডুয়া ডেস্ক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৪ মে) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদক জানায়, এপিএস থাকাকালীন মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার দুর্নীতি ও অন্যান্য অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের স্বার্থে তার বিদেশ গমন ও এনআইডি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি দল মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ করে।
অভিযোগের বিষয়ে মোয়াজ্জেম সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদের টার্গেট করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
তিনি আরও জানান, “দুদকের চিঠি পেয়ে আমি নিজে হাজির হয়েছি। কিছু গণমাধ্যম আমার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আমি বিসিএস ভাইভার প্রস্তুতির জন্য ২৫ মার্চ পদত্যাগপত্র জমা দিই যা ২২ এপ্রিল গ্রহণ করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু ত্রুটি ছিল। দুর্নীতির অভিযোগগুলো এসেছে আমার পদত্যাগের পর।”
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব গণমাধ্যমে জানান মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিনি নিজেই দুদকে অনুরোধ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি