ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
অব্যাহতি প্রত্যাখ্যান করলেন শীর্ষ ৩ নেতা; কী হচ্ছে জাপায়?
.jpg)
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের শীর্ষ তিন নেতাকে অব্যাহতির যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্ট নেতারা। তাদের দাবি, কোনো ধরনের নিয়ম না মেনে ও সাংগঠনিক প্রক্রিয়া ছাড়াই বেআইনি এবং অগঠনতান্ত্রিকভাবে সভা ডেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাই চেয়ারম্যানের এ সিদ্ধান্ত তারা মানেন না।
আজ মঙ্গলবার (০৮ জুলাই) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদ্য অব্যাহতি পাওয়া জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অস্থিরতার ধারাবাহিকতায় গত সোমবার দলীয় পদ থেকে আনিসুল ইসলাম, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হককে অব্যাহতি দেওয়া হয়। একই সময়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব ঘোষণা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন ডেকে আনিসুল ইসলাম বলেন, “জি এম কাদের যে সভা ডেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই সভা তিনি ডাকতে পারেন না। দলের গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব। তাই তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তাঁরা মানেন না। তাঁরা তাঁদের পদেই বহাল রয়েছেন।”
জাপার গঠনতন্ত্রের যে ধারা অনুযায়ী ওই তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান। তিনি বলেন, “কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন স্বৈরাচারী ধারা থাকতে পারে না। এর মাধ্যমে চেয়ারম্যান একাই দলে যে কাউকে যুক্ত ও বহিষ্কার করতে পারেন। এই ধারা বাতিল করতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তাঁর কাছ থেকে জোর করে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব নেন জি এম কাদের নেন।”
দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টির কাউন্সিল আয়োজনের দাবি জানিয়ে আনিসুল ইসলাম বলেন, “কাউন্সিলেই সিদ্ধান্ত হবে জাতীয় পার্টিতে কারা থাকবেন, কারা থাকবেন না।”
সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উদ্দেশে জাপা মহাসচিব মুজিবুল হক বলেন, “চেয়ারম্যান জি এম কাদের দলের ২৮ জনকে পদোন্নতি দিয়েছেন। অথচ মহাসচিব হিসেবে তা আমি জানি না। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে যাব। সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করব। আপনি যেতে না দিলেও আমরা যাব।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টিকে ভাঙতে আমরা দেব না, আপনি যতই চেষ্টাই করুন। আপনি ব্যক্তিস্বার্থের জন্য দলকে ভাঙার পরিকল্পনা করবেন, তা আমরা হতে দেব না। আপনার চেয়ে এই দলে আমাদের অবদান বেশি। আমাদের দরদ বেশি। দলকে কোনো অবস্থাতেই ভাঙতে দেব না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি
- বাংলাদেশের শেয়ারবাজার: এশিয়ার দ্বিতীয় নিকৃষ্ট পারফর্মার