ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ই-রানে হা-মলা চালালে ইস-রায়েলকে চরম মূল্য দিতে হবে

২০২৫ মে ২২ ২০:০৯:৩৪
ই-রানে হা-মলা চালালে ইস-রায়েলকে চরম মূল্য দিতে হবে

ডুয়া ডেস্ক: ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাবে ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করে আইআরজিসি। এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। এর জবাবে কড়া প্রতিক্রিয়া জানাল ইরান।

আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ নেয়, তাহলে তারা তাদের সীমিত ভূখণ্ডের মধ্যেই ভয়াবহ ও চূড়ান্ত জবাব পাবে।

তিনি জানান, ইরানের সামরিক সক্ষমতা এখন অতীতের চেয়ে বহুগুণে উন্নত হয়েছে। “বিগত বছরের তুলনায় আমরা এখন আরও শক্তিশালী। আমাদের সামরিক অগ্রগতি বিস্ময়কর,”— বলেন তিনি।

নায়েনি আরও বলেন, “ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এই অঞ্চল ও বিশ্বে স্থিতিশীলতা আসবে না।”

অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, ইরানি বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। দেশের প্রতিরক্ষা বাহিনী যেকোনো হুমকির বিরুদ্ধে উপযুক্ত ও অনুপাতে জবাব দিতে সক্ষম।

এই হুঁশিয়ারির মধ্য দিয়ে ইসরায়েলকে সরাসরি বার্তা দিলো তেহরান। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে