ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সেনা নি-হ-ত

ডুয়া ডেস্ক: কাশ্মীরের কিশতওয়ার এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে সশস্ত্র সংঘর্ষের সময় এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালে এক সাহসী সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অভিযান এখনো চলছে এবং ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, তিন থেকে চারজন সন্ত্রাসীর উপস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ নিরাপত্তা বাহিনী একটি ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ (CASO) শুরু করে। অভিযান চলাকালে ঘেরাও করা হলে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা হঠাৎ গুলি চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
আইএএনএসকে দেওয়া এক বক্তব্যে এক কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের পালিয়ে যেতে না দেওয়ার জন্য এলাকাটি ঘিরে ফেলা হয়েছিল। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই তা চলছে, এবং ধারণা করা হচ্ছে, ওই এলাকায় জৈশ-ই-মোহাম্মদ (জেইএম) গোষ্ঠীর তিন থেকে চারজন সদস্য আত্মগোপনে রয়েছে।
এদিকে, ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপ ত্রাশি’ বা ‘অপারেশন ত্রাশি’। তাদের এক্স-পোস্টে জানানো হয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সন্ত্রাসীদের মোকাবেলায় অভিযান চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান