ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
হাইকোর্ট বিভাগের এক বিচারপতিকে অপসারণ
ডুয়া ডেস্ক: বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে বুধবার (২১ মে) আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বক্ষর করেন আইন সচিব শেখ আবু তাহের।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর অনুচ্ছেদ ১৯-এর দফা (৬) মোতাবেক বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান-কে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক-এর পদ থেকে ২১ মে অপসারণ করেছেন।’
কোটা সংস্কার আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই নিহত ছয়জনের মৃত্যুর কারণ অনুসন্ধান ও সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্তের জন্য বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে প্রধান করে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে ২০২০ সালে তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
তবে ২০২৪ সালের ২০ অক্টোবর থেকে হাইকোর্টের যে ১২ বিচারপতিকে বিচারিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।
গত বছরের ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘আওয়ামী লীগপন্থি ফ্যাসিবাদী বিচারকদের’ অপসারণ দাবিতে শিক্ষার্থীসহ শত শত বিক্ষোভকারী আন্দোলনে অংশ নেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে বিচারিক দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়।
নিষেধাজ্ঞার আওতায় থাকা বিচারপতিরা হলেন—আতাউর রহমান খান, নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, মুহাম্মদ খুরশীদ আলম সরকার, আশীষ রঞ্জন দাস, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, মো. আখতারুজ্জামান, শাহেদ নূরউদ্দিন, আমিনুল ইসলাম এবং এস এম মাসুদ হোসেন দোলন।
এর মধ্যে বিচারপতি আতাউর রহমান খান ও আশীষ রঞ্জন দাস ৬৭ বছর পূর্ণ করায় অবসরে গেছেন। বিচারপতি শাহেদ নূরউদ্দিন ফেব্রুয়ারিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। বিচারপতি আমিনুল ইসলাম ও মাসুদ হোসেন দোলন হাইকোর্টে স্থায়ী নিয়োগ না পাওয়ায় আর বিচারপতির দায়িত্বে নেই। অন্যদিকে ২০ মার্চ বিচারপতি খিজির হায়াতকে পদ থেকে অপসারণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত