ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ভারতের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানকে চীনের ‘পুরস্কার’!
ডুয়া ডেস্ক: নিউজ১৮-এর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পরই চীন দ্রুততার সঙ্গে তাদের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-35A পাকিস্তানকে সরবরাহ করতে শুরু করেছে। কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে পাকিস্তানের “সংঘাতে সক্রিয় ভূমিকায় কৃতজ্ঞতা” স্বরূপ চীনের ‘পুরস্কার’ হিসেবেই দেখা হচ্ছে।
সূত্র মতে, আগস্টের মধ্যেই পাকিস্তান প্রথম ধাপে ৩০টি J-35A যুদ্ধবিমান পাবে। যা পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে অনেক দ্রুত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমানে বেইজিং সফরে আছেন এবং সেখানেই তিনি চীনের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে চুক্তির আর্থিক ও লজিস্টিক দিক চূড়ান্ত করেছেন।
চুক্তির আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হলো চীনের দেওয়া আর্থিক সুবিধা। পাকিস্তানকে ৫০% ছাড়ে এই যুদ্ধবিমান সরবরাহ করা হচ্ছে এবং অর্থপ্রদানের ক্ষেত্রেও থাকছে সহজ শর্ত। কূটনীতিকদের মতে, এতে বোঝা যাচ্ছে ইসলামাবাদের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক কতটা গভীর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
চীন এই ছাড়কে পাকিস্তানের “সফল আকাশ প্রতিরক্ষা” প্রদর্শনের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছে। যদিও প্রাথমিকভাবে পাকিস্তান চীনা জেট ব্যবহারের কথা অস্বীকার করেছিল। পরে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তা স্বীকার করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ দল বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছে এবং চীনা পিপল’স লিবারেশন আর্মি এয়ার ফোর্স সদর দপ্তরে J-35A যুদ্ধবিমানের উপর প্রশিক্ষণ নিচ্ছে।
এই যুদ্ধবিমান চুক্তির পাশাপাশি চীন পাকিস্তানে বেসামরিক ও সামরিক অবকাঠামোয় অতিরিক্ত ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। এটি চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (CPEC)-এর দ্বিতীয় ধাপের অংশ। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।
এর পরিবর্তে পাকিস্তান গওয়াদর বন্দরে চীনের স্বার্থ রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা এবং কার্যকর অপারেশনাল সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, ভারতের “অপারেশন সিন্ধুর”-এর মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর চীন এর তীব্র সমালোচনা করে এবং ইসলামাবাদকে তাদের “জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়” সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দেয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে “আয়রনক্ল্যাড বন্ধু” বলে আখ্যা দেন এবং বলেন, “সব আবহাওয়ার কৌশলগত অংশীদারিত্ব” আরও জোরদার করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত