ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ঘোষণা পুতিনের

২০২৫ ডিসেম্বর ০৫ ২৩:২৮:৩০

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সফরে এসে নয়াদিল্লিকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।

মার্কিন চাপের মুখেও ভারত যাতে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখতে পারে, সে লক্ষে পুতিন বলেন, ‘রাশিয়া ভারতকে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ করতে প্রস্তুত।’ এছাড়া ভারতের তামিলনাড়ুর কুদানকুলামে দেশটির বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও রাশিয়া সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান তিনি। পুতিন উল্লেখ করেন, কেন্দ্রটির ছয়টি ইউনিটের মধ্যে দুটি ইতোমধ্যে গ্রিডে যুক্ত হয়েছে এবং বাকি চারটির কাজ চলছে।

বৈঠকে দুই দেশের মধ্যে ২০৩০ সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতার একটি রূপরেখা চূড়ান্ত হয়েছে। বাণিজ্য এখন রুবল ও ভারতীয় রুপিতে হচ্ছে জানিয়ে পুতিন ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগেও সমর্থনের কথা জানান। সম্মেলনে জাহাজ নির্মাণ, মেরু অঞ্চলে নাবিকদের প্রশিক্ষণ এবং বেসামরিক পারমাণবিক খাতসহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। তবে বড় কোনো সামরিক চুক্তির ঘোষণা আসেনি।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। আমরা শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টাকে সমর্থন করব।’ তিনি পুতিনকে ‘প্রকৃত বন্ধু’ উল্লেখ করে বলেন, এই পারস্পরিক বিশ্বাসই দুই দেশের সম্পর্কের বড় শক্তি। সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেও জানান মোদি।

সংক্ষিপ্ত সফর শেষে শুক্রবার রাতে ভ্লাদিমির পুতিন মস্কোর উদ্দেশে দিল্লি ত্যাগ করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত