ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

পররাষ্ট্র উপদেষ্টা

'প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ, শিক্ষকদের ডেডিকেশনের অভাব'

২০২৫ ডিসেম্বর ০৬ ১৩:৫০:৩৭

'প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ, শিক্ষকদের ডেডিকেশনের অভাব'

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থাকে ‘ভয়ঙ্কর খারাপ’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দায়িত্ববোধ ও একাগ্রতার (ডেডিকেশন) অভাব রয়েছে বলেও অসন্তোষ প্রকাশ করেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এটি ছিল তাঁর রংপুর সফরের তৃতীয় দিন।

শিক্ষাব্যবস্থার পাশাপাশি উত্তরবঙ্গ থেকে বিদেশে কর্মী যাওয়ার নিম্নমুখী হার নিয়েও কথা বলেন উপদেষ্টা। বর্তমান প্রশিক্ষণ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “সরকারিভাবে কর্মীদের বিদেশ যাওয়ার জন্য যেসব দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়, বিদেশের বাজারে বাস্তবে সেসব কাজের তেমন চাহিদা নেই।”

তিনি আরও বলেন, “কোনো বিদেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান যদি কর্মীদের তাদের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিতে চায়, তবে বাংলাদেশের সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো তাদের ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হবে।”

আসন্ন নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সতর্ক করে তৌহিদ হোসেন বলেন, “নির্বাচনে যেসব প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা থাকে, তারা সাধারণত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” এ সময় তিনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আশাবাদ ব্যক্ত করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত